রাজশাহীর নয়া প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার । মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলায় প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আফিয়া আখতার। রোববার (৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে রাজশাহীর (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক সরকার অসীম কুমারের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের যে আত্মত্যাগ তা জাতি স্মরণ করবে। নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য সবাইকে সচেতন হতে হবে ।

তিনি আরোও বলেন, আমাদের অনেক সমস্যা রয়েছে সমস্যাকে সকলের সমন্বয় প্রচেষ্টায় সমাধান করা সম্ভব। তথ্য উপাত্ত দিয়ে সাংবাদিক সমাজ জেলা প্রশাসনকে সহযোগিতা করবে এবং জেলা প্রশাসক ও সাংবাদিকদের বিভিন্ন তথ্য ও উপাত্ত সাদরে গ্রহণ করবে বলেও আশ্বস্ত করেন।

এসময় সাংবাদিকরা রাজশাহীর যানজট, রাস্তাঘাট দখল, রাস্তার পাশেই অপরিকল্পিতভাবে অবকাঠামো তৈরি, মাদক ও কিশোর গ্যাং এর সমস্যা সহ বিভিন্ন সমস্যার সমাধানের ব্যাপারে তথ্য আদান প্রদান করেন।

রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *