কালাইয়ে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোঃ রাব্বিউল হাসান রানা জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০ শে সেপ্টেম্বর ২০২৪ সোমবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায়
উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ এর সভাপতি ও সেক্রেটারি বক্তব্য রাখেন এছাড়াও কালাই থানা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, থানা জামাতের আমির আব্দুর রউফ ও থানা জামাতের সেক্রেটারি প্রভাষক আব্দুল আলিম, নায়েবে আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা ও কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান প্রমুখ। এ সময় অত্র কালাই পৌরসহ ৫ ইউনিয়নের পূজা মন্ডপ এর সভাপতি , সাধারণ সম্পাদক আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার সুন্দর ও সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে পূজা উদযাপনের পরামর্শ দেন।এছাড়াও তিনি যেকোনো সমস্যার সম্মুখীন হবার আগে খবর দিয়ে সহযোগিতার কথা বলে সভা শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *