রাজশাহীর মোহনপুরে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইলে পূর্ব শত্রুতা ও দলীয় কোন্দলের জেরে সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের বড়ভাই বিএনপি কর্মী বুলবুল হোসেন। আহত বুলবুল ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ধুরইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনার পর হামলাকারীদের বাড়িঘর ঘিরে রাখে গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী আওয়ামী লীগের কর্মী এক্সসার আলী (৩৫) নামে একজনকে আটক করে। আটক এক্সসার আলী একই গ্রামের আয়েজ উদ্দিন মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সসার আলী একাই হাসুয়া দিয়ে উপর্যুপরি কুপিয়ে সাদ্দাম হোসেন ও তার বড়ভাই বুলবুল হোসেনকে জখম করে।

জানা গেছে, সংঘর্ষের পর আহতদের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাদ্দাম হোসেনকে মৃত ঘোষণা করে। আর বড়ভাই বুলবুল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, সংঘর্ষের ঘটনায় বিএনপির এক সমর্থক নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষের সম্পৃক্ত থাকায় পুলিশ আওয়ামী সমর্থক এক্সসার আলীকে আটক করে। নিহত বিএনপি কর্মীর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *