সুকমল চন্দ্র বর্মন।
জয়পুরহাট জেলার সকল উপজেলায় ভেজাল বিরোধী অভিযান চলছে এর মধ্যেও কালাই উপজেলা সদরের বিভিন্ন হোটেল, ফার্মেসি ও ভ্যারাইটিজ দোকানে জয়পুরহাট জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক অতিরিক্ত জনাব মোঃ মেহেদী হাসান অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন কয়েকটি হোটেল পরিদর্শন করেন তার মধ্যে সুলতান দই ঘর ও বিরানী হাউজে অনিয়মের অভিযোগে ৪ হাজার টাকা জরিমানা করেন এবং অন্যান্য হোটেলগুলিতে পরিদর্শন করেন ও সতর্কতা মূলক উপদেশ দেন। এরপরে ফার্মেসী এবং এলুমিনিয়ামের দোকানে অভিযান পরিচালনা করেন এর মধ্যে মৌসুমী ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ কিছু ঔষধ জব্দ করেন এবং অন্যান্য ফার্মেসি পরিদর্শন করে করেন। সাধারণ জনগণে সতর্ক থাকার এবং ভেজাল কোথাও দেখা গেলে তাদেরকে খবর দেয়ার জন্য অনুরোধ করেন।