দুর্গাপুরে চারিদিকে পানি থই থই, সাপ আতঙ্ক

রাজশাহী দুর্গাপুর প্রতিনিধি (নাইম হোসেন)
রাজশাহী দুর্গাপুরে তিনদিনের টানা বৃষ্টিতে গ্রামারে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। বাইরে চারিদিকেই থই থই করছে পানি, তার ওপর সাপ ভয়।
দুর্গাপুরে টানা বৃষ্টিতে চরম দুর্ভোগ মাথায় নিয়ে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে সরেজমিন ঘুরে দেখা যায়, গ্রামের বিভিন্ন এলাকার সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এরমধ্যে দুর্গাপুর ডিগ্রি কলেজ রোড,, ডিগ্রি কলেজের পেছনের রাস্তা, বিভিন্ন এলাকার মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই এই নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের।
আবহাওয়া অফিস সূত্র জানায়, গত তিন দিন মুষলধারায় বৃষ্টিপাত হয় রাজশাহী জেলাজুড়ে। গত দুদিনে ১২৫মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে শহরের অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে গেছে। এমনকি বাসা-বাড়িতে পানি ওঠার মতো হয়ে গেছে, দুর্ভোগে পৌরবাসী। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
দুর্গাপুর সিংগা মধ্যে পাড়া গ্রাম এলাকার বাসিন্দা আব্দুল গফুর বলেন, ‘বৃষ্টির পানিতে এখন ডুবে আছি। বাড়িঘরে থাকতে পারছি না। সাপের ভয় আছে। বাইরে পানি। চারিদিকই থৈ থৈ করছে পানি, আরেক বাসিন্দা আব্দুল হক বলেন, ‘বৃষ্টির পানিতে এখন বন্দি হয়ে পড়েছি। খাওয়া-দাওয়া চলাফেরা সবকিছুতেই সমস্যা। আমরা এর থেকে পরিত্রাণ চাই।’
রিকশাচালক তাজেল মিয়া বলেন, ‘দুর্গাপুর পৌরসভার অধিকাংশ ওয়ার্ডেই পানি জমে গেছে। রিকশা চালাতে গেলেও শান্তি নেই। চারিদিকেই পানি; চারিদিকেই সমস্যা।’
বানিয়া আক্তার নামে এক গৃহিণী বলেন, ‘আজ তিনদিন ধরে পানিবন্দি। । পরিবার নিয়ে খুব দুর্ভোগে আছি। একদিকে সাপ আর পোকামাকড়ের ভয়, অন্যদিকে পানিবাহিত রোগের আশঙ্কা, সবকিছু মিলিয়ে ভোগান্তিতে পরিবারের সবাই।
,মো:আসাদুজ্জামান সুমন….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *