সুকমল চন্দ্র বর্মন কালাই, জয়পুরহাট।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় যাত্রা শুরু করলো ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক মেসার্স ইলেকট্রনিক্স। রবিবার বিকালে ক্ষেতলাল উপজেলার জয়পুরহাট বগুড়া প্রধান সড়কের পাশে নিশ্চিন্তা বাজারে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এক্সক্লুসিভ শোরুম মেসার্স ইয়া ইলেকট্রনিক্সের দ্বিতীয় শাখা উদ্বোধন করেন ইসলামী ব্যাংক কালাই শাখার ম্যানেজার মোহাম্মদ আখতারুজ্জামান, উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, ওয়ালটনের রিজিওনাল সেলস ম্যানেজার মেহেদী হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান,ও মেসার্স ইয়া ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী আবু ইউসুফ মোঃ মাহবুবুর রহমান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নিশ্চিন্তা বাজারে ওয়াল্টন শাখার উদ্বোধন উপলক্ষে যে কোন পণ্য ক্রেতাদের ১০ শতাংশ ছাড় দিচ্ছে মেসার্স ইয়া ইলেকট্রনিক্স। এ সুবিধা চলবে সেপ্টেম্বর মাস জুড়ে। এলাকার ক্রেতা জনসাধারনকে ওয়ালটনের যে কোন ধরনের পন্য কিনতে নিশ্চন্তা বাজারের নতুন শো রুমে আসার আহ্বান জানিয়েছেন স্বত্বাধিকারী আবু ইউসুফ মোঃ মাহবুবুর রহমান।