মোঃ সাহানুর ইসলাম
রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আঞ্জুমানে আশরাফিয়া চেরিট্যাবল ট্রাস্ট ও শিরোইল কলোনি বড় মসজিদ কমিটির আয়োজনে শিরোইল কলোনি বড় মসজিদের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়।
নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহমখদুম রুপোষ এর দরগায় গিয়ে শোভাযাত্রা শেষ হয়।এ সময় সমগ্র মুসলিম উম্মার এবং দেশ ও জাতির জন্য শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
এদিকে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন ভবনে করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা। দিবসটির তাৎপর্য তুলে ধরে মসজিদে মসজিদে বয়ান ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে