নিজস্ব প্রতিবেদক
ডিএনসি রাজশাহী গোয়েন্দা শাখার অভিযানে সিরাজগঞ্জ গরু বহনকারী মিনি ট্রাকে ২৬ কেজি গাজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিৎ করেন ডিএনসি রাজশাহী গোয়েন্দা শাখার জিলালুর রহমান।
তিনি জানান, সিরাজগঞ্জ জেলার সলংগা থানার ভুইয়াগাতি এলাকা হতে শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গরু বহনকারী মিনি ট্রাকের মধ্যে বিশেষ কৌশলে পাচারকালে ২৬ (ছাব্বিশ) কেজি গাজা ও এ কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাকসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাদককারবারি মো: রফিকুল ইসলাম (৫০), পিতা: মৃত উসমান আলী, সাং- সরলপুর, থানা: বগুড়া, জেলা: বগুড়া ও মো: সাইফুল ইসলাম (৫৬), পিতা: মৃত তছিমউদ্দিন, সাং- সরলপুর, থানা:বগুড়া, জেলা: বগুড়া। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ডিএনসি রাজশাহী গোয়েন্দা সদস্যরা।