গাজীপুর জেলা প্রতিনিধি
৮ সেপ্টেম্বর গাজীপুর মহানগর টঙ্গীতে অবস্থিত ন্যাশনাল পলিমার ইন্ডা: লিঃ এর একটি প্লাস্টিক কারখানায় শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভ করেছে বলে খবর পাওয়া গেছে । শ্রমিক সুত্রে জানা যায়, আজ সকাল থেকে শ্রমিকরা কর্ম বিরতি দিয়ে বিভিন্ন দাবি দাবা তুলে ধরে কারখানার ভেতরে আন্দোলন করতে থাকে । এ সময় শ্রমিকরা কারখানার মেন ফটক বন্ধ করে দিয়ে পুরো কারখানার নিয়ন্ত্রণ তারা নিয়ে নেয় । ১৯ দফা দাবিতে বিক্ষোভ করতে থাকে । পর্যায় ক্রমে পরিস্থিতি থমথমে সৃষ্টি হলে । পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনা স্থলে এসে উক্ত বিক্ষোভ পরিস্থিতি শান্ত করেন । সেনাবাহিনী, মালিক পক্ষ ও বিক্ষোভ কারী আলোচনায় বসে শ্রমিকদের ১৯ দফা দাবির মধ্যে ১৪ দফা দাবি মেনে নিলে । শ্রমিকরা শান্ত হয় এবং ল্যান্স এর পরে কর্মে যোগদান করেন । দাবি গুলোর মধ্যে যে গুলি ছিল ….
১.কোম্পানির বর্তমান খারাপ অবস্থার জন্য একমাত্র দায়ী ED sir। তাই তাকে পদত্যাগ করতে হবে।
২.প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাজুয়েটির টাকা এক মাসের মধ্যেই ক্লিয়ার করতে হবে।
৩.শ্রমিক ইউনিয়ন গঠন করতে হবে।
৪.প্রত্যেক বছর ডিসেম্বরের মধ্যেই বাৎসরিক ইনক্রিমেন্ট শেষ করতে হবে।
৫.জুন জুলাই শেষেই ৫% এর টাকা দিতে হবে।
৬.এক থেকে পাঁচ তারিখের মধ্যেই প্রতি মাসের বেতন দিতে হবে।
৭.পূর্বের ন্যায় সকল সুযোগ সুবিধা বহাল রাখতে হবে। যেমন :ছুটির টাকা, পোশাক, ছাতা ,জুতা,ক্যালেন্ডার ইত্যাদি।
৮. কেজুয়ালের দৈনিক হাজিরা ৫০০ টাকা দিতে হবে।
৯. স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের বেসিক স্যালারী সর্বনিম্ন ১২ হাজার করতে হবে ।
১০.দুইজনের কাজ একজনকে দিয়ে করানো যাবে না। এবং অতিরিক্ত চাপ প্রয়োগ ও সাধ্যের বাইরে কাজের চাপ দেওয়া যাবে না। যার যে কাজ সে সেই কাজেই বহাল থাকবে।
১১.কোন শ্রমিককে বিনা কারণে নোটিস বহির্ভূত চাকুরীচ্যুৎ করা যাবে না। চাকুরি থেকে অব্যাহতি দিলেও ৩ মাসের বেতন অগ্রিম দিতে হবে। এবং সকল দেনা পাওনা বুঝিয়ে দিতে হবে।
১২. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এজন্য এককালীন একটি ইনক্রিমেন্ট এক মাসের মধ্যে দিতে হবে সর্বনিম্ন ৫০০০ টাকা।
১৩.কর্মক্ষেত্রে কোন শ্রমিক আহত হলে সম্পূর্ণ খরচ কোম্পানীর বহন করতে হবে ও উন্নত মানের চিকিৎসা দিতে হবে।
১৪.ক্যান্টিনে খাবারের মান উন্নয়ন করতে হবে।
১৫.সিকিউরিটি কোন শ্রমিকের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না।
১৬. ঈদের ছুটি সর্বনিম্ন ৭ দিন দিতে হবে।ঈদের ছুটির ৭ দিন আগেই ছুটির তারিখ ঘোষনা করতে হবে এবং ঈদের ১০ দিন আগেই “ঈদ বোনাস” দিতে হবে।
১৭.অপ্রয়োজনীয় অফিসার বাদ দিতে হবে।
১৮. ভিতরের রাস্তা মেরামত করতে হবে।
১৯. সকল সরকারি ছুটি দিতে হবে।