মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহী মোহনপুর উপজেলায় স্হানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডির আয়োজনে ৮০ জন দুস্থ নারীদের মাঝে সঞ্চয়ের অর্থ ফেরৎ ও সাটিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়।
গতকাল বেলা ১২,০০ টার সময় উপজেলা হলরুমে ছয়টি ইউনিয়নে রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেনেন্স কর্মসূচী-৩(RERMP-3)শীর্ষক প্রকল্পে নিয়োজিত ৬০ জন (প্রতিজন ১,২০৬১০)টাকা করে এবং এলসিএস প্রকল্পের ২০ জন(প্রতিজন ১,৫০০০)টাকা করে দুস্হ নারী কর্মীদের মাঝে সাটিফিকেট বিতরণ ও সঞ্চয়ী অর্থ ফেরৎ প্রদান অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী নুরনাহার।
প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী,এলজিইডি রাজশাহী অঞ্চল এর মোহাম্মদ শাহাদাত হোসেন।
আরও উপস্থিত ছিলেন উপ সহকারী প্রকৌশলী রিপন আলী, শফিকুল ইসলাম, সাব্বির খন্দকার,সিও শরিফুল ইসলাম।