লুটপাটের পর আগুন, ১৪ ঘণ্টা ধরে জ্বলছে গাজী টায়ারের কারখানা

জন্মভূমি নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রুপসীতে অবস্থিত গাজী টায়ার কারখানার আগুন ১৪ ঘণ্টা ধরে জ্বলছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট রাত থেকে কাজ করলেও সোমবার বেলা ১২টা পর্যন্ত আগুন নেভাতে পারেনি।

রোববার রাত ৯টার দিকে লুটপাট চালানোর পর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম।

তিনি বলেন, রোববার বিকেল থেকে কয়েকশ লোক কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। লুটপাট শেষে রাতে একাধিক ভবনে আগুন ধরিয়ে দেয়া হয়। ফায়ার সার্ভিস আগুন নেভাতে এলেও সারা রাত চেষ্টা করেও তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। লুটপাট ঠেকাতে পুলিশের সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ভেতরে থাকা টায়ার উৎপাদনের দাহ্য পদার্থ ও কাচামালের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।

এর আগে, রোববার বিকেলে গাজী গ্রুপের মালিক ও সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীকে আদালতে তোলার খবর প্রকাশ হতেই একদল দুর্বৃত্ত গাজীর টায়ার কারখানায় হামলা চালায় এবং লুটপাট শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *