বরেন্দ্র অঞ্চল তানোর উপজেলায় সেচ বৈষম্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত:

কৃষি
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

বরেন্দ্র অঞ্চল তানোর উপজেলায় সেচ বৈষম্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত:

নিজস্ব প্রতিনিধি,

রাজশাহী বিভাগের রাজশাহী জেলার বরেন্দ্র অঞ্চলের মধ্যে তানোর উপজেলা অন্যতম। তানোর উপজেলা কৃষিতে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। তাই তানোরের কৃষক দের জন্য আজ বিকাল পাঁচ ঘটিকার সময় তানোর উপজেলার কৃষক দের ন্যায্য অধিকার ফিরে পেতে সেচ বৈষম্য বিষয়ক আলোচনা সভার আয়োজন করেন সচেতন নাগরিক সমাজ ও মানবাধিকার সংস্থা। আলোচনা সভাটি তানোর পৌরসভার ০৭ নং ওয়ার্ডের জিওল চাঁদপুর মোড়ে অনুষ্ঠিত হয়। অত্র এলাকার অনেক কৃষক আগ্রহের সহিত উক্ত আলোচনা সভায় উপস্থিত হয়ে আলোচনা শুনেন। কৃষক গণ তাদের ন্যায্য দাবি দাওয়া তুলে ধরেন। কৃষক গণ বলেন সেচ ব্যবস্হা সহ যাবতীয় কর্মকাণ্ডে যেন কৃষক দের কোন রকম ক্ষতি না হয়। আলোচনা সভায় এলাকার কয়েকটি গভীর নলকূপ থেকে কৃষক গণ কম খরচে ভালো সেবা পান এমন প্রশ্ন করলে কৃষক গণ উত্তরে বলেন তানোর উপজেলার রহিমা ডাঙ্গা -১ মৌজার মহসিন অপারেটরের (মহসিনের ডিপ নামে পরিচিত) গভীর নলকূপ থেকে সবচেয়ে ভালো সুবিধা পাওয়া গেছে। উক্ত গভীর নলকূপ দায়িত্ব নিয়ে সুষ্ঠুভাবে পরিচালনা করেন সৎ আদর্শ বান কৃষক মো: সৈয়দ আলী। সকল কৃষক সৈয়দ আলীর প্রতি সন্তোষজনক মত প্রকাশ করেন এবং সকল কৃষক পুনরায় মো: সৈয়দ আলী কে পরিচালনায় দেখতে চান। কৃষক গণ আরো বলেন যে এলাকার অন্যান্য সকল গভীর নলকূপে বর্তমান পলাতক আওয়ামী লীগের দলীয় অপারেটর থাকায় তাদের নিকট থেকে সময় মত ভালো কোনই সেবা কৃষকরা পান নাই এবং কৃষকরা আরো বলেন যে পলাতক আওয়ামী লীগের মনোনীত অপারেটর দের বাদ দিয়ে সরেজমিনে যাচাই করে আদর্শ বান কৃষক দের দায়িত্ব দিয়ে সুষ্ঠুভাবে পরিচালনা করার জোর দাবি জানান।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রভাষক মো: এরশাদ আলী, সহকারী পরিচালক- আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা, কেন্দ্রীয় কমিটি ঢাকা ও রাজশাহী বিভাগীয় প্রধান, উন্মোচন টেলিভিশন। আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক ও সচেতন নাগরিক সমাজ, তানোর উপজেলার সভাপতি জনাব মোঃ আলমাস আলী, সভায় আরো উপস্থিত ছিলেন কৃষিতে জাতীয় পদক প্রাপ্ত তানোর উপজেলার অহংকার আদর্শ বান কৃষক জনাব মোঃ নূর মোহাম্মদ। এছাড়াও সভায় অত্র এলাকার গন্যমান্য মানুষ সহ এলাকার কৃষক গন উপস্থিত ছিলেন। কৃষক দের সার্বিক উন্নতি কামনা করে বরেন্দ্র তথা রাজশাহীর তানোর অঞ্চলের সেচ বৈষম্য বিষয়ক মহতি উক্ত আলোচনা সভাটি শান্তি শৃঙ্খল ভাবে সফলভাবে সম্পূর্ণ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *