মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহী মোহনপুর উপজেলার সুরঞ্জিত এর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেন হিন্দু সম্প্রদায় ও এলাকা বাসী এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন।
২৩ শে আগষ্ট বিকালে রায়ঘাটি ইউনিয়ন উষায়ের হাটরা গেদির মোড়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের লোকজন বলেন,গত ৫ ই আগস্ট দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আওয়ামীলীগ সরকার পতনকে কেন্দ্র করে আমাদের হাটরা গ্রামে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার বা কোনো প্রকার নৈরাজ্য,অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি।এখানে আমরা সকল জাতি বন্ধু সূলভ ভাবে এক সাথে বসবাস করে থাকি।
তারা আরও বলেন,সুরন্জিত জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন,ইতিপূর্বে হিন্নার বিল দখল করে জনসাধারণকে সুবিধা থেকে বঞ্চিত করেছিলেন,এছাড়াও সুরঞ্জিত হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম মেয়েকে বিয়েও করেছিলেন,আমাদের হাটরা গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজনদের সাথে সামাজিক ভাবে তার কোনো প্রকার সর্ম্পক নেই।
হাটরা গ্রামের সুরঞ্জিত এর পিতা মন্টু সরকার যাদের নামে অগ্নিসংযোগের মামলা দায়ের করেছেন মামলাটি মিথ্যা।এই মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবি জানান হিন্দু সম্প্রদায় ও এলাকাবাসী এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন।এই সময় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী রাবিন্দ্রনাথ চৌধুরী, বীরেন চন্দ্র প্রাং,শ্রী কৃষ্ণ,প্রশান্ত কুমার,প্রতাপ চন্দ্র,লক্ষণ।এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাবেক বিএনপির উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন,উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুব-আর-রশিদ,সাবেক বিএনপির পৌরমেয়র আলাউদ্দিন আলো,আব্দুল কাদের মোল্লা, সাবেক ধূরইল ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন,আহবায়ক কমিটির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উজ্জল হোসেন, রায়ঘাটি বিএনপির সভাপতি রুস্তম আলী,সাধারণ সম্পাদক রেজাউল হক,সাংগঠনিক সম্পাদক আলামীন সহ এলাকাবাসী।