জয়পুরহাট জেলা প্রতিনিধি
মোঃ রাব্বিউল হাসান রানা
জয়পুরহাট কালাই থানা ও পৌর বিএনপি এবং অঙ্গ,সহযোগী সংগঠনের আয়োজনে ১৮ আগস্ট ২০২৪ রবিবার বিকাল ৪টায় বাস স্ট্যান্ড চত্বরে জয়পুরহাট জেলা বিএনপির সদস্য ও সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান তালুকদারের সভাপতিত্বে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ছাত্র- জনতা আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সাবেক এমপি ও সদস্য, বিএনপি, জাতীয় নির্বাহী কমিটি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ আব্দুল গফুর মন্ডল, সদস্য ও সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপি, জয়পুরহাট।
অধ্যক্ষ আলী হাসান মুক্তা, সদস্য ও সাবেক যুগ্ম- সম্পাদক, জেলা বিএনপি, জয়পুরহাট।
মোঃ আব্দুস সামাদ বাবু, সদস্য ও সাবেক যুগ্ম- সম্পাদক,জেলা বিএনপি, জয়পুরহাট।
এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।