রাজশাহীর থানাগুলোতে ফিরছে পুলিশ

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মিসেস মেঘলা আক্তার

রাজশাহী জেলা ও মেট্রোপলিটন থানাগুলোতে পুলিশ ফিরতে শুরু করেছে। শনিবার (১০ আগস্ট) সকাল থেকে বিভিন্ন থানায় গিয়েছেন অফিসার ইনচার্জরা (ওসি)। একই সাথে সাব-ইন্সপেক্টও ও কনস্টেবলরাও থানায় বেশিরভাগ থানায় উপস্থিত হয়েছিলেন। লোকজন নিয়ে তারা ধ্বংসস্তূপ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। ফাঁড়িগুলোও পরিষ্কার করার কাজ শুরু হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দফতরে সকাল ৯টার দিকে আসেন কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। গত সোমবার আরএমপি সদর দফতরও জ্বালিয়ে-পুড়িয়ে লুটপাট করা হয়। পুলিশ কমিশনারের কক্ষে একটি টেবিল ছাড়া কিছুই ছিল না। পুলিশ কমিশনার আরএমপি সদর দফতরে গিয়ে কিছু সময় অতিবাহিত করেন এবং ক্ষতিগ্রস্থ সবকিছু ঘুরে দেখেন।

আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার জামিরুল ইসলাম বলেন, আরএমপি সদর দফতরে এখন বসার পরিবেশ নেই। আমরা পুলিশ লাইনসে বসে কাজ করছি। থানাগুলোতে ওসিরা চলে গেছেন। বসার মতো পরিবেশ করা মাত্রই অন্য পুলিশ সদস্যরা কাজ শুরু করবেন। তবে আরও কয়েকদিন সময় লাগতে পারে।

একই অবস্থা জেলার বিভিন্ন থানাগুলোতে। সেখানেও ওসি ও এসআইরা গেলেও থানার কার্যক্রম এখনও শুরু হয়নি। তবে তাড়াতাড়ি শুরু হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *