মো: ইমাদুল হক- স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীতে পিস্তল কেড়ে নিয়ে ডিবি পুলিশের এক এসআইকে গণধোলাই দিয়েছেন স্থানীয় লোকজন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের টুলটুলিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ডিবির সদস্যকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিবির ওই এসআই’র নাম আশরাফুল ইসলাম। তিনি রাজশাহী মহানগর ডিবির পুলিশ (আরএমপি) শাখায় কর্মরত।
জানা গেছে, এসআই আশরাফুল ওই এলাকায় জমি কেনাবেচার ব্যবসা করেন। এর জের ধরে মিজানুর রহমান নামের এক ব্যক্তির সঙ্গে তার বিরোধ ছিল। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এসআই আশরাফুল একজনকে দিয়ে মিজানকে ফোন করে ডেকে পাঠান। তিনি গেলে দু’জনের মধ্যে একপর্যায়ে কথা-কাটাকাটি হয়। এ সময় মিজানুরকে মারধর করা হলে তাকে রক্ষা করতে নাসির নামের এক ব্যক্তি এগিয়ে যান। তাকেও মারধর করেন এসআই আশরাফুল। একপর্যায়ে আশরাফুল পিস্তল বের করেন। তখন স্থানীয় লোকজন তাকে ধরে পিস্তল কেড়ে নিয়ে পিটুনি দেন। পরে সেনাবাহিনী গিয়ে তাকে উদ্ধার ও পিস্তল জব্দ করে।
মিজানুর রহমান জানান, কিছুদিন আগেও আশরাফুল ও তার সহযোগীরা এসে তার বাড়িতে হামলা করেছেন। আশরাফুল জমির ব্যবসা করেন। আজকে পিস্তল বের করে গুলি করতে চেয়েছিলেন তিনি। লোকজন ছিল বলে বেঁচে গেছেন।