কায়েস,বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কুমরুল গ্রামের যুবসমাজ ক্লাবের উদ্দ্যেগে ফুটবল খেলায় নানা- নাতি ফুটবল একাদশ ১ গোলে বিজয় লাব করে, এই খেলায় মোট ৮টি দল অংশ গ্রহন করে, ফাইনালে চাচা- ভাতিজা ও নানা – নাতি দল অংশ গ্রহন করে, বিজয় দলের শ্রী জিত কবিরাজ গোল করে ম্যান অব দ্যা ম্যাস পুরুস্কার পায়,প্রধান অতিথি বক্তৃতায় সাবেক ১নং জোয়াড়ী ইপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল বলেন,বর্তমানে কোটাবিরোধী আন্দোলনে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কোমলমতি ছাত্র সমাজ বাড়িতে, এই খেলার মাধ্যমে তাদের মাঝে খারাপ কোন চিন্তাভাবনা আসবে না এবং নিশা থেকে দূরে থাকবে, সুস্থ্য সমাজ গড়বে তারা এমনই প্রত্যয় আশা রাখি তাদের কাছে, যুবসমাজ ক্লাবের সভাপ্রতি মোঃ লিটন বিজয়ী দলের ক্যাপ্টিন রুদ্র মোল্লার হাতে ট্রফি তুলে দেন, এছাড়া এখানে উপস্থিত ছিলেন , এক নম্বর ওয়ার্ড মেম্বার ইন্তাজ আলী শেখ, বঙ্গবন্ধু ক্লাবের সাধারন সম্পাদক কাজল মোল্লাসহ গ্রামের সর্ব সাধারন।