মোঃ কায়েস উদ্দিন, বড়াইগ্রাম প্রতিনিধিঃ
নাটোরে যাত্রিবাহি বাসে তল্লাশী করে ৫শ পিস ইয়াবা ট্যাবলেট সহ সাব্বির হোসেন (২৪), ও হাসিবুল হাসান ওরফে হিমেল (২৭) নামে দুই যুবককে গ্রেফতার করেছে নাটোর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের বড় হরিশপুর বাইপাস মোড় এলাকায় চেকপোষ্ট বসিয়ে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশীর সময় তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (৩১ জুলাই) পুলিশ সুপার তারিকুল ইসলাম মাদক সহ দুই যুবককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গেয়েন্দা পুলিশের একটি দল গতরাতে বড় হরিশপুর বাইপাস মোড় এলাকায় চেকপোষ্ট বসিয়ে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশীর সময় ৫শ পিস ইয়াবা ট্যাবলেট সহ ওই দুই যুবককে গ্রেফতার করেছে। গেফতারকৃত সাব্বির হোসেন শহরের উত্তর বড়গাছা (জোলারপাড়) এলাকার নাজিম উদ্দিনের ছেলে এবং হাসিবুল হাসান ওরফে হিমেল উত্তর বড়গাছা এলাকার হুমায়ুন কবিরের ছেলে। রাতেই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় নিয়মিত মামলা রুজু করে বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলেও জানান পুলিশ সুপার।