মোহনপুরে বঙ্গবন্ধু (অনুর্ধ্ব-১৭)জাতীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

খেলার খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহী মোহনপুর উপজেলায় খেলাধূলার মাধ্যমে অনুর্ধ্ব-১৭ বছরের কিশোর-কিশোরীদের শাররিক ও মানসিক বিকাশ এবং ক্রীড়া চর্চায় উদ্ধুদ্ধকরণ এর লক্ষ্যে সারাদেশের ন্যায় মোহনপুর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালক(অনুর্ধ্ব-১৭)ও বঙ্গমাতা
শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকার সভাপতিত্বে ও ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিলনের পরিচালায় (৩১জুলাই)বুধবার বিকাল ৪,০০ ঘটিকার সময় মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা-মোহনপুর-৩,আসনের সংসদ সদস্য মোহাঃ আসাদুজ্জামান আসাদ এমপি।

এই সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের
চেয়ারম্যান আফজাল হোসেন বকুল,উপজেলা ভাইস চেয়ারম্যান বিন-বেল্লাহ,অফিসার ইনচার্জ ওসি হরিদাস মন্ডল,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান,ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, আল-আমিন বিশ্বাস,আওয়ামীলীগ নেতা সুলতান আলী।

ফাইনাল খেলায় ধূরইল ইউনিয়ন ১-০ গোলে মৌগাছি ইউনিয়নকে পরাজিত করে বিজয়ী হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *