সুকমল চন্দ্র বর্মন।কালাই প্রতিনিধি।
জয়পুরহাটের কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষক, কর্মচারী ও কালাই উপজেলা মাদ্রাসার শিক্ষক সমিতির আয়োজনে ৩০শে জুলাই ২০২৪ মঙ্গলবার বেলা ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কালাই এর হিসাবরক্ষক এমদাদুল হকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। কালাই সরকারি ময়েন উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মোনোয়ারুল হাসান, ভূগোইল দাখিল মাদ্রাসার সুপার মোনায়েম হোসেন, জামুড়া বাসুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী ও বিদায়ী হিসাবরক্ষক এমদাদুল হকসহ আরো অনেকেই। আলোচনা শেষে বিদায়ী হিসাবরক্ষককে উপজেলা মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের বিদায়ী হিসাবরক্ষককে সংবর্ধনা প্রদান করেন। এসময় অত্র উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষক কর্মচারী, গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরিশেষে তার ভবিষৎ জীবনের দোয়া প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা করেন থুপসারার দাখির মাদ্রাসার সুপার মতিয়র রহমান।