মোঃ মাসুদ স্টাফ রিপোটার,
সিলেট মৌলভীবাজার রাজনগর সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স দিয়ে নাটকীয়ভাবে ঢাকা সিলেট রোডে চলছে যাত্রী ব্যবসা । তেমন ই দেখে আশা, নরসিংদী জেলখানা মোড় ভৈরব বাস স্ট্যান্ডে , যাত্রীসহ একটি অ্যাম্বুলেন্স দেখা যায় । এবং আরো যাত্রীদের সাথে দর কষাকষি চলছে। এমতাবস্থায় ড্রাইভারকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা সিভিল সার্জন এর অনুমতি নিয়ে আমি যাত্রী টানি ।আমাদের রোট খরচ হাসপাতাল থেকে দেওয়া হয় না। রোড খরচ উঠাবার জন্য যাত্রী টানতে হয় । যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রতিটি সরকারি হাসপাতালের জন্য গাড়ি দিয়েছে, রোগীদের সুবিধার্থে যাতে করে রোগীরা সুবিধাবক করতে পারে।কিন্তু মৌলভীবাজার রাজনগর হাসপাতালের চিত্র উল্টো। হাসপাতালের রোগীরা সুবিধাভোগ থেকে বঞ্চিত, থাকে এভাবে আর কত বঞ্চিত হবে সাধারন মানুষ । গাড়িটিতে লেখা আছে মৌলভীবাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাজনগর মৌলভীবাজার। সরকারি এমপ্লয়েন্স।
ড্রাইভার ও হেল্পার সাংবাদিকের টের পেয়ে দূরত্ব পালিয়ে যায় সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ করা হলেসিভিল সার্জন এর ফোন রিসিভ হয় নাই বিস্তারিত দেখার জন্যে আগামী পর্বে চোখ রাখুন ।