মোঃজিহাদ আলী তানোর উপজেলা প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। মো. রাহাদ নামে ওই শিশুটি তানোর পৌর এলাকার আমশো গ্রামে বিপ্লব আলীর পুত্র।
ঘটনাটি ঘটে রোববার (১৪ জুলাই) বেলা ১২ টার দিকে বিপ্লবের বাড়ি পাশের পুকুরে।
মৃত ওই শিশুর দাদা মানিক প্রামানিক বলেন, বাড়ি থেকে ১০০ ফিট দূরে পুকুর। সকলের অগোচরে খেলার ছলে বাড়ি থেকে পুকুরের ঘাটে গিয়ে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।