(বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি)
নাটোর- ৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই হবে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। শিশুরাই দেশ ও জাতির সম্পদ। সঠিক দিকনির্দেশনা দিয়ে তাদের গড়ে তুলতে হবে। এ ব্যাপারে শিক্ষক ও অভিভাবকদের সজাগ থেকে বিশেষ ভূমিকা পালন করতে হবে। বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার একটি শিশুও যেন স্কুল থেকে ঝরে না পড়ে এবং তাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন ও শিক্ষায় অনুপ্রাণিত করার লক্ষ্যে পাটোয়ারী শিক্ষা ফাউন্ডেশন গঠন করা হয়েছে। আমি সকলের সহযোগিতা চাই। নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এস আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউট প্রাঙ্গণে গতকাল রোববার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা প্রদানকালে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী শিক্ষা ফাউন্ডেশন থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত ৪৬৪ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও ৪ লক্ষ ৫ হাজার টাকা সম্মানী রোববার বিতরণ করা হয়। সেই সাথে সমাজে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য উপজেলার ২০ জন বিশেষ ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। উক্ত শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আব্দুল করিম মাষ্টারের সঞ্চালনায় ও উক্ত ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. হোসনে আরা হোসেনের সভাপতিত্ত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর- ৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রেহানা পারভীন। আন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের ব্যাপারী, সাবেক প্রধান শিক্ষক আব্দুল বারী মজুমদার, জোনাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আব্দুল করিম, প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখবেন।