(বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি)
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এস আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইন্স্টিটিউট্ প্রাঙ্গণে শুক্রবার ঐক্যবদ্ধ আওয়ামীলীগ গঠনের দীপ্ত শপথের মাধ্যমে ঈদ পূণর্মিলনী ও আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক জোনাইল ইউপি চেয়ারম্যান আব্দুল করিম মাষ্টারের সভাপতিত্বে ও আনোয়ার হোসেন দুলালের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি। তিনি বলেন, আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকদের মধ্যে বিগত দিনের সকল বিভেদ ভুলে এখন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলকে এক হয়ে দেশের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান মমতাজ এশারত, জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, গোপালপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুজ্জামান গোলাম, আ’লীগ নেতা আব্দুস সোবাহান প্রামানিক, জাকির সরকার, আব্দুল আজিজ মেম্বার প্রমুখ।
#
আজ তারিখ
২১-৬-২০২ইং
মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব
০১৭২৫৮২১২১৭
shihab1995uddin@gmail.com
ঐক্যবদ্ধ আওয়ামীলীগ গঠনের দীপ্ত শপথে বড়াইগ্রামে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত
