নিজস্ব সংবাদদাতা:
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক কারামুক্ত হাবিবুর রহমান হাবিবকে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা বিএনপি, ঈশ্বরদী পৌর বিএনপি, আটঘরিয়া পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়। তিনি দীর্ঘ দিন ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকার পর।সদ্য জেল থেকে মুক্ত হন। ঈশ্বরদীতে (১৪ জুন) শুক্রবার বিকেলে সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা ও মোটরসাইকেল শো-ডাউন অনুষ্ঠিত হয়। এর আগে উভয় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বিশাল মোটরসাইকেল বহর নিয়ে মুলাডুলি বাজার এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদেন। সংর্বধনা শেষে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে হাবিবুর রহমান হাবিবেব নিজ এলাকা সাহাপুরে নিয়ে যান নেতাকর্মীরা। গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, সাবেক এমপি কে.এম আনোয়ারুল ইসলাম, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, যুগ্ন আহবায়ক আনিসুল হক বাব, নুর মোহাম্মদ মাসুম বগা, আবু ওবায়দা শেখ তুহিন, পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিক সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন।
অনুষ্ঠানটি ঈশ্বরদী উপজেলা বিএনপি সাবেক আহবায়ক মোঃ জিয়াউল ইসলাম সন্টু সরদার এর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মোঃ আজমল হোসেন সুজন এর সঞ্চালনায় পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, পাবনা জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়ামিন খান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, ঈশ্বরদী উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী টনি বিশ্বাস, সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন সহ দলের বিভিন্ন অঙ্গও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।