রেকর্ড সুপার ওভারের ম্যাচে

রেকর্ড সুপার ওভারের ম্যাচে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল ভারত

খেলার খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

প্রথমবারের মতো দুটি সুপার ওভার দেখলো ক্রিকেট বিশ্ব। এমন ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করলো ভারত। বুধবার (১৭ জানুয়ারি) ব্যাঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

টস জিতে এদিন আগে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও রিঙ্কু সিংয়ের অবিচ্ছিন্ন ১৯০ রানের জুটিতে ৪ উইকেট হারিয়ে ২১২ রানের লক্ষ্যমাত্রা দাঁড় করায় ভারত। রোহিত শর্মা ৬৯ বলে ৮ ছক্কা ও ১১ চারে ১২১ রানে অপরাজিত থাকেন। রিঙ্কু সিং অপরাজিত থাকেন ৩৯ বলে ৬ ছক্কা ২ চারে ৬৯ রান করে। রেকর্ড রান তাড়া করতে গিয়ে রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান ও গুলবাদিন নাইবের হাফসেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ২১২ করতে সক্ষম হয় আফগানিস্তান।

এতে খেলা গড়ায় সুপার ওভারে। সেখানেও প্রথম সুপার ওভার টাই হলে ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে। সেখানে ভারত জয় তুলে নেয়। এতে করে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় আফগানিস্তান।

প্রথম সুপার ওভারে আফগানরা প্রথমে ব্যাট করে। মুকেশ কুমারের করা ওভারের প্রথম বলেই রান আউট হন গুলবাদিন নাইব। এরপর বাকি ৫ বলে মুহাম্মদ নবীকে নিয়ে রহমানুল্লাহ গুরবাজ ১৬ রান করতে সক্ষম হন। এতে করে ভারতের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৭ রানের। জবাবে ভারতের হয়ে ব্যাট করতে নামেন জয়সওয়াল এবং রোহিত। ৫ বল পর পায়ে টান ধরায় উঠে যান রোহিত। মাঠে নামেন রিঙ্কু সিং। আজমতুল্লা ওমরজাইয়ের করা ওভারে ভারতও থামে ১৬ রান। এতে করে দ্বিতীয়বারের মতো সুপার ওভারে গড়ায় ম্যাচ।

এবার প্রথমে ব্যাট করে ভারত। এবার ওপেন করে রোহিত এবং রিঙ্কু। রোহিত ৩ বলে ১১ করার পর রিঙ্কু প্রথম বলেই আউট হন। পরের বলে রোহিত রানআউট হলে আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১২ রান। ব্যাট করতে নামেন নবি এবং গুরবাজ। রোহিত এবার বল তুলে দেন রবি বিষ্ণোইকে। তার প্রথম বলেই আউট হন নবি। তৃতীয় বলে গুরবাজকে আউট করে বিষ্ণোই ভারতকে রুদ্ধশ্বাস জয় এনে দেন।

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার মধ্যদিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লো ভারত। দ্বিপাক্ষিক সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে জয়ের নিরিখে ভারত ও পাকিস্তান এক জায়গায় ছিল। দু’দলই সমান ৮ বার করে বিপক্ষকে হোয়াইওয়াশ করেছিল। এবার আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে ভারত শীর্ষে চলে গেল।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত। কিন্তু ব্যাঙ্গালুরুতে আফগান বোলারদের তোপে পড়ে ২২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। কিন্তু অধিনায়কের রোহিতের অপরাজিত ১২১ রান ও রিঙ্কু সিংয়ের ৬৯ রানের অপরাজিত ইনিংস ভারতকে ২১২ রানের বড় সংগ্রহ এনে দেয়। আফগান বোলারদের মধ্যে ফরিদ আহমেদ ২০ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন।

জবাবে শুরুটা ভাল করেও ম্যাচ জয় করতে পারেনি আফগানরা। দুই ওপেনার গুরবাজ (৫০) এবং জ়াদরান (৫০) প্রথম উইকেটের জুটিতে ১১ ওভারে ৯৩ রান তোলে। তবু অভিজ্ঞতার অভাবে হারে আফগানরা। গুলবাদিন নাইব শেষ পর্যন্ত ২৩ বলে ৪ ছক্কা ও ৪ চারে ৫৫ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর ১৮ রানে ৩ উইকেট নেন, ১টি করে উইকেট নেন আবেশ খান এবং কুলদীপ যাদব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *