ত্রিশালে ভুমি সেবা উদ্বোধন, নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে ভূমি অফিসের কর্মকর্তারা

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

স্টাফ রিপোর্টার
স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সরকার ঘোষিত ৮জুন হতে সপ্তাহব্যাপী দেশজুড়ে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপন করার নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট ভূমিসেবা প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে ময়মনসিংহের ত্রিশালে স্মার্ট ভূমিসেবা সপ্তাহ-২৪ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা প্রশাসন মিলনায়তনে এই ভূমি সেবা সপ্তাহ এর শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপি। শনিবার ৮জুন হতে সপ্তাহব্যাপী উক্ত স্মাট ভূমিসেবা সপ্তাহ চলবে।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপি বলেন- বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় নিয়ে আগুয়ান। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম একটি ক্ষেত্র হল স্মার্ট পদ্ধতিতে ভূমি সংক্রান্ত সকল সেবা জনসাধারণের দোর গোড়ায় পৌছে দেওয়া। ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংক্রান্ত সেবাসমূহ অটোমশেনের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর লক্ষ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। তারই অংশ হিসাবে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সরকার আগামী ৮জুন হতে সপ্তাহব্যাপী দেশজুড়ে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ত্রিশাল উপজেলাধীন সকল ইউনিয়ন পর্যায়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপনের প্রয়োজনীয় ব্যবস্থা করার আহবান জানান সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপি। তিনি সকল ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপনের লক্ষ্যে সেবা বুথ স্থাপন করার আহবান জানিয়ে বুথ স্থাপনের মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করার নির্দেশনা প্রদান করেন এবং সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব সরাসরি উত্তর প্রদানের জন্য সেবা বুথে একজন কর্মকর্তা নিয়োজিত রাখারও আহবান জানান।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুয়েল আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী সভায় সদ্য যোগদান করা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মাহবুবুর রহমান বলেন,মানুষের ভূমি অধিকার নিশ্চিত করা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা প্রতিষ্ঠার মাধ্যমে স্মার্ট ভূমি সেবা প্রদানের নিমিত্তে সারাদেশের ন্যায় ত্রিশালেও ০৮-১৪ জুন,সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ ২০২৪ চলমান থাকবে। তিনি জানান-ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার স্যার এবং জেলা প্রশাসক স্যারের দিক নির্দেশনা ও উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ স্যারের সরাসরি তত্ত্বাবধানে ত্রিশাল উপজেলার ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে শেষ হয়। পরে ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য এবিএম আনিসুজ্জামান।একইদিনে আরো বর্নাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়।

তিনি আরো বলেন- সরকার জনগণের ভুমি সেবা নিশ্চিত করতে ডিজিটালাইজেশনের মধ্যে সকল প্রকার সেবা দিয়ে যাচ্ছে। তাই প্রতি বছর এ ভুমি সপ্তাহের আয়োজন। সেবা গ্রহীতা যদি কোন সমস্যায় পড়ে তাহালে জাতীয় ভুমি সেবা ১৬১২২ নাম্বারে কল দিলে সব বিষয়ে সামাধান পাবেন বলে জানান তিনি। যারা জানেনা তাদেরকে জানার জন্য বেশি বেশি প্রচার করতে হবে বলেও জানান তিনি। তিনি আরো বলেন-ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডাকযোগে সার্টিফাইড খতিয়ান ও ম্যাপ এবং ১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ত্রিশাল উপজেলা ভূমি অফিসে নিয়োজিত সার্ভেয়ার সাইদুল ইসলাম বলেন, সাজানো-গোছানো অফিসে সহজেই সেবা পাওয়া যাচ্ছে। নিয়মিত প্রতিদিন অফিসে বসে আমি নিজে মানুষকে সেবা দিয়ে আসছি।

ভূমি অফিসে গিয়ে দেখা যায়-ত্রিশাল উপজেলা ভূমি অফিসে গিয়ে একাধিক ব্যক্তিকে দেখা গেল সরকারি স্বার্থসংশ্লিষ্ট জমি পরীক্ষা-নিরীক্ষা করাতে। রামপুর মৌজার কয়েকজন এসেছেন কয়েকটি দাগ নম্বর পরীক্ষা করাতে। ওই সব দাগের জমি কেনার আগে তিনি তাতে সরকারি কোনো স্বার্থ আছে কি না, তা জানা প্রয়োজন মনে করছেন।

সার্ভেয়ার সাইদুল ইসলাম কয়েক মিনিটের মধ্যে কম্পিউটার থেকে দাগ নম্বরগুলো বের করে ওই সব দাগের মধ্যে সরকারি খাসজমির অস্তিত্ব দেখালেন। সেবাপ্রার্থী সিদ্ধান্ত নিলেন তিনি আর ওই জমি কিনবেন না। ত্রিশালে নিরলসভাবে সেবা দিচ্ছেন বলে জানিয়েছেন ভূমি অফিসে আসা সকল সেবাপ্রার্থী।ভূমি সেবা সপ্তাহে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডাকযোগে সার্টিফাইড খতিয়ান ও ম্যাপ এবং ১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা প্রদানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন সার্ভেয়ার সাইদুল ইসলাম। এছাড়াও ‘রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ’, ‘স্মার্ট ভূমি নকশা’, ‘স্মার্ট ভূমি রেকর্ড’ ও ‘স্মার্ট ভূমি-পিডিয়া’সহ স্মার্ট ভূমিসেবা স্থাপনে মন্ত্রণালয়ের পরিকল্পনার ব্যাপারে সম্যক ধারণা প্রদান করা হবে বলেও জানান তিনি। এসময় অন্যান্যদের মাঝে উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইব্রাহিম খলিল নয়ন,মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন ইসলাম চায়না,আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বিসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নৈতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মাহবুবুর রহমান জানান- উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে ভূমি সেবার তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। ত্রিশাল উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিস একযোগে ভূমি সেবা সপ্তাহ উদযাপন করছে।
ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে, সকল প্রকার ভূমি সেবার জন্য অত্র কার্যালয়ে এবং সকল ইউনিয়ন ভূমি অফিসে স্থাপিত সেবা বুথ স্থাপন করা হয়েছে, উপজেলাবাসীকে স্ব-স্ব ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে স্মার্ট ভূমি সেবা গ্রহণ করতে উপজেলার সর্বস্তরের জনগণকে আহবান জানান সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মাহবুবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *