নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর আদর্শ ও সংগ্রামকে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে নাটোরের বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে।
রোববার সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাড. আবুল কালাম আজাদ প্রধান অতিথি থেকে এই কর্ণারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কর্ণারে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আলোকচিত্র, বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক দেয়ালিকা এবং মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ওপর শতাধিক বই স্থান পেয়েছে। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ড. মো. নূরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুকুমার মুখার্জি, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, কলেজের গভর্ণিং বডির সভাপতি শুভাশিষ গারোদিয়া, সদস্য শাহজাহান কবীর, উপাধ্যক্ষ শাহিদা খাতুন, প্রধান শিক্ষক কাইছার ওয়াদুদ প্রমূখ। শেষে একই অনুষ্ঠানে কলেজের বার্ষিক ক্রিড়া প্রতিযেগিতায় বিজয়ীদের মঝে পুরষ্কার বিতরণ করা হয়।