স্টাফ রিপোর্টার
চতুর্থ ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহের নান্দাইলে এবার মহিলা আওয়ামী লীগের আহবায়ক তাছলিমা বেগম বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল কে দ্বিগুণ ভোটে পরাজিত করে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। ফুটবল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৪ হাজাট ৭৮০ ভোট,তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল হাস প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৪৯৬ ভোট।
নান্দাইল উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক তাছলিমা বেগম তামান্না ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে দলের সাংগঠনিক কার্যক্রমকে ত্বরান্বিত করেছেন। তিনি উপজেলার আচারগাও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে দায়িত্বে থেকে উপজেলার শিক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিত করতে কাজ করছেন। এবার তিনি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় আগামী দিনে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়ন এবং অগ্রগতির অংশীদারিত্ব করার পাশাপাশি জনগণের ভাগ্যন্নোয়নে কাজ করে শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে সকলের সহযোগী চান। শুধু তাই নয়, অনুষ্ঠিত নির্বাচনে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মহিলাদের ভাগ্যন্নোয়নে নিঃস্বার্থভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। ইতোমধ্যে তিনি নির্বাচনী মাঠে নেবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করার পাশাপাশি সমাজের দরিদ্র এবং দুস্থ মানুষকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন। নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম তামান্না এক প্রতিক্রিয়ায় বলেন আমি দীর্ঘদিন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নান্দাইল উপজেলা শাখার আহবায়ক হিসেবে কাজ করলেও নির্বাচনী মাঠে এই প্রথম। তবে নির্বাচনী মাঠে প্রথম হলেও নির্বাচনে উপজেলার সর্বস্তরের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে তথা মানবিক গুণাবলী দিয়ে এ জনপদের মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করবো ইনশাআল্লাহ।