বাঘায় ব্যালট পেপারসহ ৩ জন আটক, দু’পক্ষের সংঘর্ষ

রাজনীতি
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

স্টাফ রিপোর্টার রাজশাহী
বাঘায় ব্যালট পেপারসহ ৩ জন আটক, দু’পক্ষের সংঘর্ষ
চতুর্থ ধাপে রাজশাহীর দুটি উপজেলা চারঘাট-বাঘায় অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে বাঘা উপজেলার ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোকাদ্দেসের ছেলে ও তার বন্ধুকে ব্যালেট পেপারসহ আটক করেছে পুলিশ।

বুধবার (৫ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

এরপরে স্বীকারোক্তিতে আরও একজনকে কেন্দ্রের বাইরে থেকে আটক করা হয়। অপরদিকে চারঘাটের দুটি কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সরেজমিন বুধবার দুটি উপজেলা চারঘাট ও বাঘার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও শেষ বেলায় ভোটার উপস্থিতি অনেকটা বাড়তে থাকে। এরমধ্যে চারঘাট উপজেলার মোক্তারপুর ও চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে আনারস প্রতীকের প্রার্থী ফকরুল ইসলাম এবং ঘোড়া প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া বিপ্লবের সমর্থকদের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আনোয়ারুল হক জানান, ভোট কেন্দ্রের ভেতরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। যা কিছু ঘটেছে সবই কেন্দ্রের বাইরে।

অপরদিকে দুপুরে বাঘা উপজেলা সদরে অবস্থিত বাঘা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়ে ব্যালট পেপার বাইরে নিয়ে আসায় ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোকাদ্দেস (টিয়া) প্রতীকের ছেলে চয়ন ও তার বন্ধু রাসেলকে বাঘা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে থেকে আটক করেছে করেছে পুলিশ।

স্থানীয় লোকজন জানান, এই কেন্দ্রে ভোট কেনাবেচা হয়েছে। এ কারণে প্রমাণ স্বরূপ নির্ধারিত প্রতীকে ভোট দেওয়ার পর প্রার্থীর ছেলে ও তার বন্ধুর কাছে প্রমাণ হিসাবে ব্যালেট জমা দেয় দুজন ভোটার। খবর পেয়ে পুলিশ ব্যালেটসহ তাদের আটক করে। এরপর আটককৃত দুজনের স্বীকারোক্তি পেয়ে পরে হাসান নামে অপর একজনকে আটক করে পুলিশ।

বাঘা থানা ওসি আমিনুল ইসলাম জানান, আটককৃত তিনজনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *