রেলে ঈদযাত্রা: দুই ঘণ্টাতেই শেষ পশ্চিমাঞ্চলের টিকিট

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি নিউজ ডেস্ক :
বাংলাদেশ রেলওয়ের ঈদযাত্রার দ্বিতীয় দিনের প্রথম ভাগে পশ্চিমাঞ্চলের টিকিটের সিংহভাগ মাত্র দুুই ঘণ্টাতেই শেষ হয়ে গেছে।

আজ (৩ জুন) রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের টিকিট বিক্রি শুরু হয়।

এরমধ্যে সবচেয়ে বেশি চাহিদা ছিল প্রথম রংপুর বিভাগের। এ বিভাগের টিকিট প্রথম ঘণ্টাতেই বিক্রি শেষ হয়ে গেছে।

প্রথম আড়াই ঘণ্টায় পশ্চিমাঞ্চলের সাড়ে ১৪ হাজার টিকেটের মধ্যে ১৪,৩৯১ টি টিকিট বিক্রি হয়ে গেছে।

সকাল আটটা থেকে পশ্চিমাঞ্চলে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়।

প্রথমদিনে পশ্চিমাঞ্চলের অন্য দুই বিভাগ রাজশাহী ও খুলনায় টিকিটের চাহিদা কম থাকলেও আজ দ্বিতীয় দিনে টিকিটের ব্যাপক চাহিদা ছিল।

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রির শুরুতেই উত্তরবঙ্গের টিকিটের অনেক চাহিদা ছিলো।

রেলওয়ের টিকিট বিক্রিতে যুক্ত সহজ ডটকমের সিইও সন্দ্বীপ দেবনাথ বলেন, প্রথম আড়াই ঘণ্টায় পশ্চিমাঞ্চলের ১৪,৩৯১ টি টিকিট বিক্রি হয়ে গেছে। এরমধ্যে পিক আওয়ার সকাল ৮টা থেকে সাড়ে আটটার মধ্যে যাত্রীদের টিকিট কাটতে সহজ ডটকমের সার্বারে প্রায় ১ কোটি ৯০ লক্ষ হিট পড়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চল রেলওেয়ের উত্তরবঙ্গের ঢাকা-পঞ্চগড় রুটে চলাচলকারী একতা, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেসের টিকেটের চাহিদা সবচেয়ে বেশি।

এরপরই রয়েছে ঢাকা-কুড়িগ্রাম রুটের কুড়িগ্রাম ও রংপুর এক্সপ্রেস এবং ঢাকা-নীলফামারি রুটের চিলাহাটি ও নীলসাগর এক্সপ্রেসের চাহিদা।

এই তিনরুটের টিকেট প্রথম দশ মিনিটেই শেষ হয়ে গেছে। আর ঢাকা থেকে লালমনিরহাটে চলাচলকারী একমাত্র আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেস হওয়ায় এই রুটের টিকেটও দ্রুততম সময়ে শেষ হয়ে গেছে বরাবরের মতো।

অপরদিকে ঢাকা থেকে রাজশাহীতে চলাচলকারী চার আন্তঃনগর- পদ্মা, সিল্কসিটি, বনলতা ও রাজশাহী এক্সপ্রেসের টিকিট বিক্রি হতে সময় লেগেছে এক ঘণ্টার মত।

আর যশোর ও খুলনা অঞ্চলের তিন আন্তঃনগর ট্রেন- বেনাপোল, সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেসের টিকেটও বিক্রি হয়ে গেছে।

অন্যদিকে বেলা দুইটায় শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *