মোঃ ইলিয়াস মোল্লা
আজ ত্রিশ ( ৩০ শে মে ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার।
আলহামদুলিল্লাহ 🤎
রক্তদানের কার্যক্রমকে সকলের মাঝে ছড়িয়ে দিতে নাটোর জেলায় অনুষ্ঠিত হলো ❝বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি❞ এর ২১৭ তম ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।
❝বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, নাটোর জেলা শাখা❞র উদ্যোগে আজ ত্রিশ (৩০ মে ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার “মাজার শরীফ টেকনিক্যাল উইমেন্স কলেজ, লালপুর, নাটোরে ২১৭ তম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
এই ক্যাম্পেইনে সর্বমোট (২০০) দুই শত জন স্কুল শিক্ষার্থী ও সাধারন মানুষদের মাঝে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করতে সক্ষম হয়েছে নাটোর জেলা টিম। আমাদের সকলেরই যার যার নিজ নিজ ব্লাড গ্রুপ টেস্ট করে ব্লাড গ্রুপ জেনে রাখা উচিত। কারণ কোথায় কার কখন রক্তের প্রয়োজন হয় এই বিধায় বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটি এর পক্ষ থেকে এই কাজটি আমরা ফ্রি করে দিয়েছি।
#এসো_গড়ি_রক্তের_বন্ধুত্ব
#বন্ধুমহল_ব্লাড_ডোনার_সোসাইটি_নাটোর_জেলা