ত্রিশালে বিপুল ভোটে ভাইস-চেয়ারম্যান হলেন সাবেক ছাত্রনেতা নয়ন

Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক
ষষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি, সাবেক ছাত্রনেতা ইব্রাহিম খলিল নয়ন। তাঁর নির্বাচনী প্রতীক ছিল টিউবওয়েল । এই উপজেলায় ৪জন প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ইব্রাহিম খলিল নয়ন পেয়েছেন ৫৩হাজার ৫শত ১৩ ভোট।

বুধবার (২৯ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান এই ফলাফল ঘোষণা করেন।

দায়িত্বরতরা জানান, ত্রিশাল উপজেলার পৌর শহরসভাসহ ১৩টি ইউনিয়নের মোট ১২৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮০হাজার ৩২০ জন। এর মধ্যে প্রদত্ত ভোটের সংখ্যা এক লক্ষ ৪১ হাজার ৭শত ২২ ভোট। তার মধ্যে ছয় হাজার ১শত ৯৮ ভোট বাতিল বলে গণ্য হয়ে বৈধ ভোটের সংখ্যা দাড়ায় এক লক্ষ পয়ত্রিশ হাজার পাঁচশত ২৪ভোট। নির্বাচনে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ভাইস চেয়ারম্যান পদটি ছাড়াও চেয়ারম্যান পদে লড়েছেন ৫জন। আর নারী ভাইস চেয়ারম্যান পদে লড়েছেন তিনজন।

উপজেলা সহকারী রিটার্নিং অফিসার জানান,ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে ইব্রাহিম খলিল নয়ন পেয়েছেন ৫৩ হাজার ৫শত ১৩ ভোট এবং তালা প্রতীক নিয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ পেয়েছেন ৪৪ হাজার ৭৬৯ভোট। বেসরকারি ফলাফলে ইব্রাহিম খলিল নয়ন বিজয়ী হয়েছেন।

বিজয়ী ঘোষণার পর উপজেলার বিভিন্ন সড়কে বিজয় মিছিল ও উল্লাস করে ইব্রাহিম খলিল নয়নের অনুসারী, নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। আবার কেউ প্রিয় নেতাকে গলায় মালা পড়িয়ে ও ফুলের তোড়া ধড়িয়ে দিয়ে অভিনন্দন জানান।

বিজয়-পরবর্তী অনুভূতি জানিয়ে ইব্রাহিম খলিল নয়ন বলেন, ত্রিশাল উপজেলাবাসী ও টিউবওয়েল প্রতীকের সমর্থকদের দেখভাল করার দায়িত্ব আমার কাঁধে পড়ল।’ তাঁর সব সমর্থক, ভোটার সর্বোপরি কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শান্তির মধ্য দিয়ে ত্রিশাল উপজেলা বাসীকে নিয়ে আমরা ভালো থাকতে চাই এবং এই উপজেলার সব নাগরিককে ভালো রাখার চেষ্টা করব।’

এদিকে দিনভর বিভিন্ন কেন্দ্রে সরেজমিন ঘুরে দেখা গেছে, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনকে ঘিরে প্রশাসনের কঠোর নজরধারীতার ফলে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর শোনা যায়নি।

ইব্রাহিম খলিল নয়ন বিজয়ী হওয়ার কারণ হিসেবে সাধারণ ভোটাররা বলছেন, তিনি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত থাকাসহ বিগত দিনে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক থাকার কারণে উপজেলার সব এলাকার জনগণের সঙ্গে তাঁর চমৎকার সম্পর্ক গড়ে উঠেছে। এ ছাড়া গত ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে পরাজিত হয়েও উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক ও ধর্মীয় অবকাঠামো উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। হিন্দু-মুসলিম সকলের পছন্দের প্রার্থী হিসেবে সবার চেয়ে শীর্ষে তিনি।

উপজেলার বালিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাদাত উল্লাহ আদনান বলেন, ‘যাঁরা নির্বাচন করেছেন, তাঁদের মধ্যে নয়ন ভাই সাধারণ মানুষের কাছে সবচেয়ে বেশি পছন্দের।। জনগণ সেই ভালোবাসা থেকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করেছেন।’

সাধারণ ভোটারদের ভাষ্য মতে- ইব্রাহিম খলিল নয়ন একজন দক্ষ ও মেধাবী রাজনৈতিক নেতা,যিনি তার মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন। অতীতের ন্যায় আগামী দিনেও উপজেলার উন্নয়নে নিজের মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে উপজেলাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী-সমৃদ্ধ দেশের অন্তর্ভুক্ত একটি আধুনিক ও উন্নত এলাকা উপহার দিতে সক্ষম হবেন বলে তাদের দৃঢ় বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *