মোহনপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী বকুলের নির্বাচনী ইশতেহার

রাজনীতি
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোহনপুর প্রতিনিধিঃ
আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে। সে উপলক্ষে ২৭ মে সোমবার বিকাল ৩টায় মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভার ঘোষনা দেন চেয়ারম্যান পদপ্রার্থী আনারস প্রতীক সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বকুল।

কিন্ত প্রাকৃতিক দূর্যোগ রেমাল এর কারণে আবহাওয়া অনুকূলে না থাকায় বৃষ্টির কারণে নির্বাচনী জনসভা স্থগিত করা হয়েছে। সেকারণে উপজেলার শ্যামপুর বাজারে আনারস প্রতীকের নির্বাচনী কার্যালয়ে বিকাল ৫টার সময় সাংবাদিক সম্মেলন করে তার নির্বাচনী ইসতেহার ঘোষণা করেন।

তিনি, ৯টি নির্বাচনী ইসতেহার বলেন, মোহনপুর উপজেলাকে শান্তিপূর্ণ স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলা, শিক্ষা, স্বাস্থ্য, অসহায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষিত বেকার যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে উদ্দোক্তা তৈরী, মাদক থেকে দুরে রাখতে খেলা ধুলার ব্যবস্থা, কৃষি ও মাছ চাষ করতে ভরাট হওয়া খালবিল সংস্কার করে চাষের উপযোগী, মাদক মুক্ত উপজেলা গড়তে বিভিন্ন কার্যক্রম গ্রহণ, সকল ধর্মীয় প্রতিষ্ঠান সমানতালে উন্নয়ন, হিজড়া সম্প্রদায়ের উন্নয়নে কাজ করা, উপজেলার উন্নয়নে দলমত নির্বিশেষে সকল জনগনের মতামতের ভিত্তিতে সার্বিক উন্নয়নে অংশ গ্রহন, ব্যবসায়ীদের উন্নয়নে হাট বাজারের উন্নয়নে বিশেষ নজরদারি করণ।

এই সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, মৌগাছি ইউপি সাবেক চেয়ারম্যান ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান মন্ডল, সাবেক চেয়ারম্যান উসমান গনি প্রামানিক, সাবেক খন্দকার মোঃ রবিউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রমজান আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রচারণা সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খ ম শামসুল, আনারস প্রতীকের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব ও মৌগাছি কলেজ অধ্যক্ষ শামসুজ্জোহা বেলাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, ধুরইল ইউপি ছাত্রলীগ সাবেক সভাপতি লিখন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *