আসুন জেনে নেই আজকের আবহাওয়া কি বলে।

Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি নিউজ ডেক্স

আজ চব্বিশে (২৪ শে মে) ২০২৪ ইং রোজ শুক্রবার। আজকের আবহাওয়ার খবর।

ভোমধ্য বঙ্গপোসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ টি বেশ কিছুটা উত্তর পুর্ব দিকে অগ্রসর হয়ে নিম্নচাপে পরিনত হয়েছে।
এটি আজ সকাল ৮ টায় বঙ্গপোসাগরের মধ্য অংশে অবস্থান করছিলো।

এটি আজ সকাল ৭ টা বেজে ৩০ মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে ৮৭০ কিলোমিটার দক্ষিণে ও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৯৯০ কিলোমিটার দক্ষিণে পশ্চিমে অবস্থান করছিলো। এটি আরও জোরদার হয়ে উত্তর পুর্ব দিকে অগ্রসর হতেপারে।

নিম্নচাপ কেন্দ্রের ৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ৪৫ কিলোমিটার (১মিনিট স্থিতি) যা দমকা হাওয়া আকারে ৫৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর ঐ স্থানে বেশ উত্তাল আছে।
এটি উপযুক্ত পরিবেশ পেলে আগামী ২৫ তারিখ নাগাদ ঘূর্ণিঝড় রেমালে পরিনত হতেপারে।
*এটি আজ রাতে গভীর নিম্নচাপে পরিনত হতে পারে।

গতিপথ : নিম্নচাপটি আপাতত উত্তর পুর্ব দিকে অগ্রসর হতেপারে, এবং মধ্য/পূর্ব মধ্য বঙ্গপোসাগরে এসে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতেপারে।

সমুদ্র উত্তাল : সিস্টেম টি দেশের উপকূল থেকে অনেক দূরে থাকায় দেশের উপকূলীয় সমুদ্র এখনও নিরাপদ আছে, ও দেশের আকাশ পরিস্কার আছে, তবে আজ শুক্রবার দুপুর হতে গভীর সাগর যথেষ্ট উত্তাল হওয়া শুরু করতে পারে।

সিস্টেম আঘাত : সিস্টেম টি ঘূর্ণিঝড় রেমাল রুপে আগামী ২৬ তারিখ বিকাল হতে রাতের মধ্যে, দীঘা হতে হাতিয়ার মধ্যে যেকোন উপকূলে আঘাত করতে পারে।
সবচেয়ে ঝুকিপূর্ণ হলো সুন্দরবন ও এর পার্শ্ববর্তী এলাকা, যেমন, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট উপকূল।

আঘাত করার সময় বাতাসের গতিবেগ : ঘন্টায় ১০০ থেকে ১৫০ কিলোমিটার বা তার চেয়েও বেশি হতে পারে দীঘা, ২৪ পরগনা, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বাগেরহাট ও এর পার্শ্ববর্তী এলাকায়।
এবং এটি ক্যাটাগরি ১ ক্ষমতাসম্পন্ন শক্তিশালী ঘূর্ণিঝড় আকারে আঘাত হানতে পারে।
ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করার সময় দেশের সমগ্র উপকূল ঝুকিপূর্ণ থাকতে পারে।

বৃষ্টিপাত : এটি যদি উক্ত স্থানে আঘাত করে, তাহলে দেশের উপকূলীয় এলাকায় একপ্রকার অতি প্রবল বর্ষণ দ্বারা আক্রান্ত হতেপারে। ও দেশের বিস্তৃর্ন এলাকায় ব্যাপক বৃষ্টিপাত ( একটানা) হতেপারে।
সেইসাথে সম্পুর্ন পশ্চিমবঙ্গ ও খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে স্থানভেদে ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতেপারে প্রবল দমকা হাওয়া সহ।

ঘূর্ণিঝড় এর মেঘমালা আগামী শনিবার থেকে দেশের উপকূলীয় এলাকায় প্রবেশ শুরু করতে পারে ও পরবর্তীতে সময় যাওয়ার সাথে সাথে দেশের বাকি এলাকায় বিস্তারলাভ করতে পারে।
এই সিস্টেম টির কারনে সারাদেশেই পর্যাপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে, এখানে খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে সর্বাধিক।

জলোচ্ছ্বাস : সিস্টেম আপডেট ৫ এ আসছে
বন্যা : আপডেট শীঘ্রই দেওয়া হবে

বৃষ্টি বলয় : তুফান। (২৫ টু ২৮ শে মে) প্রবল শক্তিশালী রেইন বেল্ট বা বৃষ্টি বলয়।

সতর্কতা : আজ শুক্রবার হতে পরবর্তী ৪ দিন কেউ সরকারি আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তি না দেখে সাগরে নামবেন না নৌযান নিয়ে।

সতর্ক সংকেত : সরকারি আবহাওয়া অধিদপ্তর সময়মতো সতর্ক সংকেত দিয়ে আপনাদের সতর্ক করবে।
সতর্ক সংকেত সর্বোচ্চ ৭ থেকে ১০ এর মধ্যে উঠতে পারে সম্ভবত।

সম্ভাব্য ঘূর্ণিঝড় এর সতর্কতা সরুপ আপনারা আগে থেকে প্রয়োজনীয় ব্যাবস্থা নিয়ে রাখুন, বিশেষ করে উপকূলের জেলা সমূহে।
উপকূলীয় এলাকা গুলো হলো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, ফেণী, চট্টগ্রাম, কক্সবাজার ও এদের অদুরবর্তী দ্বীপ ও চর সমুহ।
এক্ষেত্রে দেশের দক্ষিণ পশ্চিম উপকূল বেশি ঝুকিপূর্ণ।
যেমন, সাতক্ষীরা শ্যামনগর ঈশ্বরীপুর, খুলনা, মংলা, দক্ষিণ বাগেরহাট ও দক্ষিণ পিরোজপুর।

যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (সরকারী) এর পূর্বাভাস গুলো অনুসরণ করবেন।

আরও বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আপনাদের মাঝে আসছি, সুতরাং আপনারা পেজে নজর রাখুন ও পরবর্তী আপডেট গুলো দেখুন।
ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *