গোদাগাড়ীতে গলায় ফাঁস দিয়ে মুরসালিন নামের একজনের আত্মহত্যা।

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

সিনিয়র স্টাফ রিপোর্টার
মোঃ বানি ইসরাইল হিটলার
রাজশাহীর গোদাগাড়ীতে পরিত্যক্ত মাটির ঘরের গোলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে উপজেলার ১নং গোদাগাড়ী ইউনিয়নে মোঃ মুরসালিন (২৬), পিতা-মো: মফিজ উদ্দিন মাতা : মৃত:মনোয়ারা বেগম সাং-নারায়নপুর, থানা-গোদাগাড়ী,জেলা-রাজশাহী

রাজশাহী,গত ১৮/০৫/২৪ ইং সময় রাত আনুমানিক ৯ টা :১০মিনিটর সময় বাড়ির লোকজন রাতের খাবার খাওয়ার জন্য ডাকলে তার ঘরে পাওয়া যায় নি। পরবর্তীতে তাহার বাড়ির লোকজন আশপাশ এলাকা সহ আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করলে কোন সন্ধান পাই নাই। এবং বাড়ির লোকজন থানায় নিখোঁজ কোন প্রকার কোন জিডি করে নাই।

স্থানীয় সূত্র জানা যায় উল্লেখিত ২০/৫/২০২৪ তারিখ সাকাল আনুমানিক ১০ টার সময় তার মেজ ভাই লাশের গন্ধ পায় পরবর্তীতে মাটির দেওয়ালের পরিত্যক্ত ঘরের দরজা খুললে দেখতে পাই। টিনের চালের কোঠায় বাসের রুয়ার সঙ্গে লাশ ঝুলে আছে।

পরিবার সূত্রে জানা যায় যে এর বাবা গত ১৮/০৫/২৪ ইং তাকে ধান কাটার কাজ করার কথা বললে। সে বলে আমার শরীল খারাপ আমি কাজ করতে পারবো না বলে।এ বিষয়ে ছেলে বাবা জানাই কারো সাথে কোন দ্বন্দ্ব ঝামেলা নাই বলে জানা যায়।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মতিন এর সঙ্গে কথা বললে তিনি বলেন বিধি মোতাবেক আইন অনুযায়ী লাশের সুরত হাল প্রতিবেদনপ্রস্তুত করা হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মৃত দেহ আমরা ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বরাবর প্রেরণ করেছেন বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *