নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর আমচত্তর টাওয়ারের উদ্যোগে হোটেল স্টার ইন্টারন্যাশনালের হলরুমে মতবিনিময় সভা ও প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ড. মোঃ আব্দুল বারী।
হারুন অর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম মোঃ নিজামুদ্দিন সরকার, উপসচিব মামুনুর রশিদ, কেসর হাট ডিগ্রী কলেজের সাবেক সহকারী অধ্যাপক মোঃ আশরাফুল ইসলাম সুলতান, পানিয়াল আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ কাইমুল হক মন্ডল, বাংলাদেশ বেতারের উপস্থাপক রোকন উদ্দিন, রাজশাহী শিক্ষা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক মোঃ গোলাম নবী এবং হোটেল স্টার ইন্টারন্যাশনাল এর মালিক ও চেয়ারম্যান মোঃ আজিজুল হক।
এছাড়া অনুষ্ঠানে প্রায় ৩০০ জন বিভিন্ন শ্রেণী পেশার গ্রাহক ও সুধীজন অংশগ্রহণ করেন। পরিচালনা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার মাসুম বাবু, ইঞ্জিনিয়ার মোঃ সাজেদুর রহমান ও মোঃ এরশাদ আলী, মোঃ মোলাকাত হোসেন, মোঃ জিয়ারুল হক প্রমুখ বক্তব্য রাখেন। গ্রীন সিটি, ক্লিন সিটি রাজশাহী শহরের আগামী দিনের জিরো পয়েন্ট আম চত্বরে ২৩ কাঠা জমির উপর ১৬ তলা বিশিষ্ট আবাসিক ভবন যৌথ উদ্যোগে শেয়ার মালিকানা দ্বারা স্বল্প খরচে নির্মাণ করা এবং গুণগত মান রক্ষা করে নির্দিষ্ট সময়ে ভবন নির্মাণের প্রতি গুরুত্ব আরোপ করা হয়