কালাইয়ে ইউনিয়ন পর্যায়ে সেরাকণ্ঠ প্রতিযোগিতা অনুষ্ঠান

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

স্টাফ রিপোর্টার রামবাবু বর্মন
জয়পুরহাট জেলা প্রশাসন ও জেলা শিল্প কলা একাডেমীর আয়োজনে এবং কালাই উপজেলা প্রশাসনের বাস্তবায়নে, ভেনু কালাই উপজেলার মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয় ১৫ই মে ২০২৪ বুধবার সকাল ১০টায় কালাই সরকারি মহিলা কলেজ হলরুমে “গানে গানে সুরে সুরে, আওয়াজ তোলে প্রানে প্রানে” তোমাকেই খুঁজছে বাংলাদেশ। এ সব প্রতিপাদ্য সামনে রেখে জেলা শিল্প কলা একাডেমীর সঞ্চালক জান্নাতুন ফেরদৌস বেবীর সঞ্চালনায় ইউনিয়ন পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে কণ্ঠসর সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে পৌরসভাসহ, উপজেলার ৫ ইউনিয়নের স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি জনাব সালেহীন তানভীন গাজী, কালাই উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, জেলা শিল্পকলা একাডেমীর জেনারেল কালচারাল অফিসার মাহাতাব হোসেন। বিচারক মন্ডলীর দায়িত্বে ছিলেন, জেলা শিল্পাকলা একাডেমী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমেদ মোশার্রফ নান্নু, বিশিষ্ট সংগীত শিল্পী পারভেজ দুলাল ও বিশিষ্ট সংগীত শিল্পী তামান্না ইয়াসমিন। কালাই উপজেলা শিল্প সংঘ থেকে ছিলেন, রংপুর বাংলাদেশ জাতীয় বেতার কেন্দ্রের শিল্পী ইমরান খান, বাউল শিল্পী কিরণ ও শিল্পী জেসমিন আরা জেমি। প্রতিযোগিতা শেষে বিচারক মন্ডলী সেরাকণ্ঠ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন। ক বিভাগে— শামীমা আক্তার, সৃষ্টি, মরিয়ম, মহিন, নন্দিতা রানী, হাসান, মায়ামুন নেছা ও মায়া রানী এবং খ বিভাগে একরাম আলী, মাহমুদুন নবী, এনামুল হক, শহিদুল ইসলাম, নুসরাত জাহান ও শ্রাবনী। প্রথম বারের মতো কালাই উপজেলায় সেরাকণ্ঠ প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিশেষে জেলা প্রশাসক মহোদয় শি�

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *