ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ রেঞ্জের সততা, কর্মদক্ষতা ও সাহসিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে আসার ফলে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন মাসুম রানা । এএসআই মাসুম রানা কোতোয়ালী মডেল থানায় দীর্ঘদিন যাবত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। ইতিপুর্বেও ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসআই হিসাবে পুরোস্কার পেয়েছেন এই চৌকস পুলিশ কর্মকর্তা।
গত এপ্রিল-২৪ মাসে ওয়ারেন্ট নিষ্পত্তি, সিডিএমএস এর মাধ্যমে মামলা নিষ্পত্তি , ছিনতাইকারী গ্রেফতার ইয়াবা -,হেরোইন , বিদেশী মদ, চোরাই মোটরসাইকেল ও মোবাইল উদ্ধারসহ বিভিন্ন অপরাধ নির্মুলে ভূমিকা রাখায় শ্রেষ্ঠ এএসআই হিসাবে নির্বাচিত হয় মাসুম রানা ।
বুধবার (১৫মে) ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে ডিআইজি শাহ আবিদ হাসান (বিপিএম বার) পিপিএম
এর হাত থেকে সম্মাননা পুরস্কার গ্রহণ করে এএসআই মাসুম রানা । এসময় রেঞ্জ পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ রেঞ্জ অফিস থেকে সম্মাননা ক্রেষ্ট ও পুরস্কার পাওয়ার পর এএসআই মাসুম রানা গনমাধ্যমকে জানান, আমি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হাসান (বিপিএম বার) পিপিএম
স্যারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে শেষ্ঠ এএসআই নির্বাচিত করার জন্য।
এছাড়াও তিনি ধন্যবাদ জানান জেলা পুলিশের সুযোগ্য অভিভাবক পুলিশ সুপার মাসুম আহম্মদ ভূঞা ও কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিনকে। তিনি বলেন- যাদের অনুপ্রেরণায় আমি ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছি। স্যারদের সহযোগিতা না পেলে আমি শ্রেষ্ট এএস আই নির্বাচিত হতে পারতাম না।পুরস্কার প্রাপ্ত হয়ে আরো বলেন, আমার সব সময়ের চাওয়া জনগণের নিরাপত্তা প্রদানের স্বার্থে সার্বক্ষণিক দায়িত্বশীল থাকা। কোতোয়ালী মডেল থানার ওসি স্যারের সহযোগিতা করায় আমরা এ পুরস্কার অর্জন করতে পেরেছি। সে জন্য স্যারকে ধন্যবাদ জানাই।নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে সফলতা পাওয়া যায় আবারো প্রমাণ করলেন এএসআই মাসুম রানা।