রহনপুরে রেলবন্দর বাস্তবায়নের দাবি আমলে নিয়েছে রেল কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার
রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশনের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন দাবি অবশেষে আমলে নিয়েছে রেল কতৃপক্ষ। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান।তিনি জানান,গত ২০ মার্চ রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশনের অবকাঠামো উন্নয়নসহ কিছু দাবি সম্বলিত একটি ডিও লেটার রেলমন্ত্রীর দেয়া হয়।
পরের দিন ২১ মার্চ ডিও লেটারটি গ্রহন করেন রেলওয়ে মহাপরিচালক। এরই ধারাবাহিকতায় গত ৩০ এপ্রিল রেলওয়ে মহাপরিচালকের দপ্তরের উপপরিচালক( টিট) শওকত জামিল মেহেদী এক পত্রে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় জোনের জেনারেল ম্যানেজারকে ৯টি বিষয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। প্রসঙ্গত:গত ২৭ এপ্রিল একই দাবিতে স্থানীয় সংসদ সদস্য জিয়াউর রহমানকে স্মারকলিপি প্রদান করে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদ।
স্মারকলিপিতে, ব্রিটিশ আমলে প্রস্তাবিত রহনপুর -সান্তাহার রেলপথ স্থাপন প্রকল্প দ্রুত বাস্তবায়ন,রহনপুর -ঢাকা আন্ত:নগর ট্রেন,রহনপুর রেলস্টেশনে ইয়ার্ড বৃদ্ধিকরন, ২য় প্লাটফর্মে সেড নির্মাণ, পার্কিং ব্যবস্থা,রহনপুর রেলস্টেশনের অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ গ্রহন,রহনপুর -সিঙ্গাবাদ রুট দিয়ে বাংলাদেশ -ভারত -নেপাল যাত্রীবাহী ট্রেন চালু করন, রেলওয়ে মার্কেট নির্মাণ, রহনপুর স্টেশন থেকে চলাচলকারী ট্রেনের বগি বৃদ্ধি ও রহনপুর -রাজশাহী রেলপথ ডাবল লাইনে রুপান্তরের দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *