উপজেলা প্রতিনিধি : সুকমল চন্দ্র বর্মন।
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে ১২ মে ২০২৪ রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব অরুণ চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশ্ব “মা” দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন, তিনি বক্তব্যে বলেন মায়ের সম্মান ও মর্যাদার সাথে পৃথিবীর অন্য কারো তুলনা হয় না। চাই শিক্ষার্থী হোক কিংবা সাধারণ মানুষই হোক সকল শ্রেণীর মানুষকে মা ও শাশুড়িকে আজীবন ভক্তি শ্রদ্ধা করার পরামর্শ দিয়ে বক্তব্য শেষ করেন। উপজেলা মহিলা বিষয়ক অফিস সুপার আতাউর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা তথ্য আপা রাহনু রেজভীন চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার মিনহাজুল ইসলাম টিটু, বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী ও কালাই সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মনিকা সহ আরো অনেকে। সমাপনী বক্তব্যে সভাপতি মহোদয় বলেন মা সন্তানের সবচেয়ে প্রিয় এবং বিশ্বাসী মানুষ। মায়ের কাছে সদা সর্বদা সত্য কথা বলা ও কোন কথা গোপন রেখে কথা না বলার উপদেশ দেন।এ ছাড়াও পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ভালোবাসা রেখে সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে সভা সমাপ্তি ঘোষনা করেন।