স্টাফ রিপোর্টার ফারহানা ইয়াসমিন।
সাংবাদিকতা একটি মহান পেশা ও জাতির আয়না হিসেবে কাজ করে যেখানে সাংবাদিকগণ সাধারণ জনগণকে জাগ্রত করার জন্য সত্য ঘটনা উদঘাটন করে এবং সংবাদপত্রে তা তুলে ধরে। এই পেশাকে কলুষিত করার জন্য একাধিক প্রতিষ্ঠানগুলো নাম ভাঙ্গিয়ে কিছু সংখ্যক ব্যক্তিদ্বয় সাংবাদিক পরিচয়ে নানা অপকর্মে লিপ্ত বলে আজ এই পেশাকে মানুষ নিম্নচখে দেখে আসছে বলে প্রকৃত সাংবাদিকদের মূল্যায়ন আজ নেই বললেই চলে। এখানে প্রশ্ন থাকে যে নিয়মিত প্রকাশনা করার পত্রপত্রিকাগুলো আজ ঐ সকল সাংবাদিকদের কারণে নাস্তানাবুদ হচ্ছে বলে এই পেশাকে অনেকেই অবমূল্যায়ন করছে। তেমনি কতিপয় সাত সাংবাদিকের কারণে আজ মিরপুর বাসীরা অতিষ্ট। বাংলাদেশের স্বনামধন্য প্রথম শ্রেণীর ইলেকট্রনিক্স মিডিয়া বাংলাদেশ টেলিভিশনের নাম ভাঙ্গিয়ে সাত সাংবাদিকের অত্যাচারে অতিষ্ঠ মিরপুর বাসী। দারুস সালাম থানা কর্তৃক থেকে জানা যায় যে গত ১৭/৩/২০২৪ ইং, সময়ে রাত্র ১:৩০ মিনিট সময়ে জনাব মোঃ শহিদুল ইসলাম, পিতাঃ মো: ইউসুফ আলি মীর, মাতা- মৃত ফাতেমা বেগম সাং-খোস্তাকাটা, লক্ষীপুরা, থানা-বেতাগী, জেলা- বরগুনা, বর্তমান ঠিকানা: ১৩৭/ ১৩/c প্রিয়াঙ্গন আবাসিক এলাকা, থানা- দারুস সালাম, মিরপুর ঢাকা, তিনি জানান যে আমার নিকট ১।মোঃ এস এম এনায়েত করিম,পিতা- আব্দুল গনি সিকদার, মাতা- জাহানারা আরজু সাং- শ্রীনগর, থানা- মির্জাগঞ্জ, জেলা- পটুয়াখালী ২। মো: ইদ্রিস মাতুব্বর, পিতা- মহি মাতব্বর, মাতা- রফিয়া খাতুন, সাং- বাসা-৪১ শাহ আলীবাগ, থানা- মিরপুর ঢাকা, ৩। মো: আক্তার হোসেন, পিতা- মো: আদিল উদ্দিন মন্ডল, মাতা- মোছাঃ হাসিনা বেগম, সাং- কন্যাদহ, চাঁদপুর থানা- হরিণাকুন্ডু, জেলা- ঝিনাইদহ, ৪। মহিউদ্দিন, পিতা- অজ্ঞাত, সাং+থানা +জেলা অজ্ঞাত, ৫। মোঃ শহীদ, পিতা- অজ্ঞাত, সাং+থানা+জেলা অজ্ঞাত, ৬। মো: মৃদুল, পিতা- অজ্ঞাত, সাং+থানা+জেলা অজ্ঞাত, ৭। মোঃ শিশির, পিতা- অজ্ঞাত, সাং+থানা+জেলা অজ্ঞাত। ইং ১৬/০৩/২০২৪ তারিখ রাত্র আনুমানিক ১০:০০ ঘটিকার ২৫ নং গাবতলী হোটেল নিউ গোল্ডেন আবাসিক হোটেলের ২য় তলা কাউন্টারের সামনে আসিয়া উক্ত ১ নং আসামীসহ ৫-৬ জন আসামি নিজেদেরকে জাতীয় বিটিভি’র সাংবাদিক পরিচয় দেয় এবং আমার কাছে ৩০০০/- টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা আমাদেরকে হোটেল ব্যবসা করিতে দেবে না মর্মে ভয়ভীতি হুমকি প্রদান করে। পরে আমি ভয় পাইয়া ১ নং আসামিকে নগদ ৩০০০/- টাকা প্রদান করি। পরে আমার সন্দেহ হওয়ায় আমি আসামিদের কাছে বিটিভি’র সাংবাদিক পরিচয় পত্র চাইলে আসামিরা বিটিভির সাংবাদিক পরিচয় পত্র দিতে অস্বীকার করে। পরবর্তীতে আসামিদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আমি দারুস সালাম থানার টহলকৃত পুলিশকে সংবাদ দিলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে আসে এবং এক নং আসামিকে হাতেনাতে ধৃত করেন এবং অপর পাশ থেকে ছয় জন আসামি দৌড়াইয়া পালিয়ে যায়। তখন উপস্থিত সাক্ষী-ক) মোঃ সোহেলুর রহমান, পিতা- মোঃ জাহাঙ্গীর আলম, মাতা- মোসা: মিরিয়া বেগম, সাং- গ্ৰেদলক্ষীপুর, থানা- বেতাগী, জেলা- বরগুনা এ/পি- বাসা নং- ১৩৭/১২/৯/১ প্রিয়াঙ্গন আবাসিক এলাকা, থানা- দারুস সালাম, ঢাকা, ধৃত ১ নং আসামি এস এম এনায়েত করিম এর দেহ তল্লাশি করিয়া তাহার পরিহিত প্যান্টের ডান পকেটে থাকা চাঁদা আদায়ের নগদ ৩০০০/- টাকা উদ্ধার করিয়া ইং- ১৬/০৩/২০২৪ তারিখ ২৩:২০ ঘটিকার পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে দারুস সালাম থানাধীন মাজার রোডের মাথায় ২৫নং গাবতলী হোটেল নিউ গোল্ডেন আবাসিক হোটেলের ২য় তলায় হোটেল কাউন্টারের সামনে এসআই রহমাত উল্লাহ জব্দ তালিকা মূলে জব্দ করেন। সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করিলে সে উপরোক্ত নাম ও ঠিকানা প্রকাশ করে। উক্ত বিষয়ে দারুস সালাম থানায় একটি মামলা রুজু করা হয়েছে যার নং ২৪, তারিখ ১৭/৩/২৪ ইং ধারা ১৭০/৩৮৬ পেনাল কোড এখানে উল্লেখ থাকে যে মিরপুরবাসী বলেন সরকারি গণমাধ্যমের নাম ভাঙিয়ে যদি এরকম চাঁদাবাজ সাংবাদিকের জন্ম হয় তাহলে সরকারের উচিত তাদের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সঠিক তদন্তপূর্বক শাস্তি প্রদান করা।