মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহী মোহনপুর উপজেলায় আজ ১২ ই মে রবিবার আনুমানিক দুপুর ১২ টার দিকে ধূরইল ইউনিয়নের বড় পালশা (দক্ষিনপাড়া)গ্রামের মৃত সেফাতুল্লাহ মন্ডলের ছেলে সমতুল্লাহ মন্ডলের এর পান বরজে পল্লী বিদ্যুতের পূলের নিচে অবস্থিত হওয়ার কারনে পূল হতে আগুন ছিটকে পানের বরজে পড়লে সঙ্গে সঙ্গে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।
উক্ত পান বরজের পাশে উপস্থিত লোকজন আগুন লাগার বিষয়টি টের পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে সংবাদ দেন এবং স্থানীয় লোকজনদের সমন্বিত চেষ্টায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ধারণা করা হচ্ছে, আগুনে পোড়া উক্ত পান বরজের আনুমানিক ০২/৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।