ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print


শক্তিশালী ভূমিকম্পে একশরও বেশি মানুষ নিহত হওয়ার মাত্র আটদিন পর ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

সরকারি সূত্রের বরাতে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, এ ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ছয়। অবশ্য মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৯ বলে জানিয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি জাপান সাগরের উপূকূলের দূরবর্তীস্থানে আঘাত হানে। গত ১ জানুয়ারির ভূমিকম্পের পর যেসব অঞ্চলের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে সেখানেও এ কম্পন অনুভূত হয়েছে।

নতুন বছরের প্রথমদিনই ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি জাপানের মধ্যাঞ্চলে আঘাত হানে। এতে নোতো উপদ্বীপের অসংখ্য ঘরবাড়ি ধসে পড়ে। অনেক বাড়িতে আগুন ধরে যায়।

আগের ভূমিকম্পে নিহতের সংখ্যা এরই মধ্যে ২০০ ছাড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *