নিজস্ব প্রতিনিধি:
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলাধীন বাহাদুরপুর ইউনিয়নের বালাতৈড় গ্রামে ১৯৭০ সালে বালাতৈড় গ্রামের জনাব আলহাজ্ব মো: সিদ্দিক হোসেন প্রতিষ্ঠিত করেন ঐতিহ্য বাহি ‘বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ’ এই কলেজ শুরু থেকে সুষ্ঠু পরিচালনার মাধ্যমে সুনামের সহিত পরিচালিত হয়ে আসছিল। কিন্তু এই কলেজের বর্তমান নানা অভিযোগে অভিযুক্ত ও বহু সমালোচিত অর্থ লোভী অধ্যক্ষ ড.মো: আমজাদ হোসেন ২০১৪ সালের শেষের দিকে মোটা অংকের বিনিময়ে অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর থেকে কলেজের নানাবিধ অনিয়ম পরিলক্ষিত হতে থাকে।বর্তমানে সর্বশেষে মাউশি অধিদপ্তরে অধ্যক্ষের অনিয়ম প্রমাণিত হওয়ায় মাউশি অধিদপ্তর থেকে অধ্যক্ষ ড. মো: আমজাদ হোসেনের এমপিও Stop Payment করা হয়েছে।
অধ্যক্ষ কর্তৃক নিয়োগ জালিয়াতি ও নানা অনিয়মের মধ্যে এবার জানা যায় যে অধ্যক্ষের অনিয়মের জন্যই উক্ত কলেজের ছাত্রী নিবাস দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।শিক্ষার সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে কলেজের ছাত্রীদের থাকার সুবিধার্থে কলেজ প্রতিষ্ঠাতা মহোদয় জনাব আলহাজ্ব মো: সিদ্দিক হোসেন ও তিনার আপন ভাই মরহুম জনাব আজিমুদ্দীন প্রামাণিক উভয়ের বসবাস কৃত বাড়ি কলেজের উন্নয়নে ২০০২ সালে ছাত্রী নিবাস করে দেন। নাম দেন কলেজ প্রতিষ্ঠাতা মহোদয়ের মায়ের নাম আয়েশা অনুসারে ‘আয়শা ছাত্রী নিবাস’ বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ। উক্ত ছাত্রী নিবাস শুরু থেকে অনেক সুন্দর ভাবে পরিচালিত হয়ে আসছিল। কিন্তু বর্তমান কলেজ অধ্যক্ষ অনিয়ম করে উক্ত ছাত্রী নিবাস দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় বন্ধ রেখেছেন। বর্তমানে উক্ত কলেজ ছাত্রী নিবাস জরাজীর্ণ ও অবহেলিত অবস্হায় বন্ধ থাকার জন্য দূরের ছাত্রীরা ছাত্রী নিবাসে থাকতে পারেন না। এতে দূরের ছাত্রীদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে।
জানা যায় যে বর্তমান নানা অনিয়মের সাথে জড়িত অধ্যক্ষ ড. মো: আমজাদ হোসেন উক্ত কলেজের ছাত্রী নিবাসটি যত্নের সহিত দেখাশোনা না করায়, প্রয়োজনীয় অর্থ ব্যয় না করায়, প্রয়োজনীয় কোন সুবিধা না দেওয়ায় ও নানা অবহেলার কারণে গুরুত্বপূর্ণ এই ছাত্রী নিবাসে নিরাপদে ছাত্রী বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় কোন ছাত্রী থাকতে পারেন না দীর্ঘদিন ধরে। উক্ত ছাত্রী নিবাসে ৫০ জনের অধিক ছাত্রী থাকতে পারবেন বলে জানা যায়। অতি প্রয়োজনীয় উক্ত কলেজের আয়েশা ছাত্রী নিবাস টি অধ্যক্ষ কর্তৃক সুষ্ঠু তদারকির অভাব, কাজের লোকদের বেতন না দেওয়া সহ নানা অনিয়মের জন্যই ২০২০ সাল থেকে আজ অবধি উক্ত কলেজ ছাত্রী নিবাসটি বন্ধ রয়েছে বলে জানা যায়।
আরো জানা যায় যে, এর আগে অধ্যক্ষ ড.মো: আমজাদ হোসেন কর্তৃক কলেজ পরিদর্শক, জাতীয় বিশ্ববিদ্যালয়,গাজীপুর এর সাক্ষর টেম্পারিং করে ভুয়া নিয়োগ দিয়েছেন যা প্রমাণিত হয়েছে। জানা যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গত ২৮/০৬/২০১৫ খ্রি: তারিখ এবংব স্মারক নং ০৭(র-৭০৭) জাতী: বি:/ ক:প:/২০৭০৯ তে প্রফেসর ড. মো: শামসুদ্দীন ইলিয়াস, কলেজ পরিদর্শক ( ভারপ্রাপ্ত), জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর জারিকৃত এই চিঠিতে বৈধ ৬ টি বিষয় যথা- ১. ইসলামের ইতিহাস, ২.অর্থনীতি,৩. সমাজ কর্ম, ৪. গার্হস্থ্য অর্থনীতি, ৫ . মনোবিজ্ঞান ও ৬. ভূগোল নিয়োগের জন্য অধ্যক্ষ মো: আমজাদ হোসেন, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ, নিয়ামতপুর, নওগাঁ বরাবর প্রেরণ করা হয়। সেই মোতাবেক উক্ত কলেজ বিধি অনুযায়ী বৈধ নিয়োগ সম্পূর্ণ হয়েছিল। কিন্তু পরবর্তীতে অধ্যক্ষ ড. আমজাদ হোসেন ( যখন আর নিয়োগ ক্ষমতা ছিল না) অর্থ লোভে পড়ে উপরোক্ত চিঠির কলেজ পরিদর্শক প্রফেসর ড. মো: শামসুদ্দীন ইলিয়াস এর সাক্ষর টেম্পারিং করে বিষয় পরিবর্তন করে ৮ টি বিষয় বসিয়ে ভুয়া নিয়োগ দিয়েছেন অধ্যক্ষ আমজাদ হোসেন।
আরো জানা যায় যে গত ২৬/০৭/২০১৫ তারিখের বৈধ চিঠির ডিজির প্রতিনিধি স: ম: আব্দুস সামাদ আজাদ, অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত), সরকারি বি. এম. সি মহিলা কলেজ, নওগাঁ এর সাক্ষর টেম্পারিং করেছেন এবং কলেজ গভর্নিং বডির গত ২২/০৮/২০১৫ তারিখের রেজুলেশন করে ও অন্যান্য বিধি মোতাবেক কার্যক্রমে ব্যত্যয় ঘটিয়ে ভুয়া নিয়োগ দিয়েছে অর্থ লোভী অধ্যক্ষ আমজাদ হোসেন।
আরো জানা যায় যে, উক্ত কলেজের বৈধ নিয়োগ প্রাপ্ত জনাব মোঃ এরশাদ আলী, প্রভাষক- অর্থনীতি এর এমপিও ভুক্তি সংক্রান্ত আবেদনে কাগজপত্রে ও গভর্নিং বডির রেজুলেশন টেম্পারিং করা ও অন্যান্য বিধি মোতাবেক কার্যক্রমে ব্যত্যয় করার বিষয়টি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ( মাউশি) ঢাকা তে প্রভাষক মো: এরশাদ আলীর অধ্যক্ষ আমজাদ হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ শুনানি কালে প্রমাণিত হওয়ায় মাউশি অধিদপ্তর থেকে সর্বশেষ ০১/০৪/২০২৪ তারিখের চিঠিতে অধ্যক্ষ ড. মো: আমজাদ হোসেন, ইনডেক্স নং- R840239 এর এমপিও Stop Payment করা হয়েছে।
জানা যায় এর আগে প্রভাষক মো:এরশাদ আলীর অধ্যক্ষের অনিয়মের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে একাধিক তদন্ত টিম সরেজমিনে কলেজে তদন্তে এসে অধ্যক্ষের অনিয়মের প্রমাণ পান। তদন্ত সময় অধ্যক্ষ কলেজ ছেড়ে পলাতক ছিলেন বলে জানা যায়।
মহান এই কলেজ টি ১৯৭০ সালে বালাতৈড় গ্রামের মহান ব্যক্তি জনাব আলহাজ্ব মো: সিদ্দিক হোসেন প্রতিষ্ঠা করেন। কলেজ প্রতিষ্ঠাতা মহোদয় দীর্ঘ দিন ধরে কানাডায় থাকেন। বর্তমানে তিনি অধ্যক্ষের নানা অনিয়ম ও কলেজর শিক্ষার অবনতি দেখে আফসোস করছেন এবং অধ্যক্ষ আমজাদ হোসেন এর স্হায়ী বরখাস্ত দাবি করছেন।
অন্যদিকে আরো জানা যায় যে, কলেজ প্রতিষ্ঠাতা মহোদয়ের পরিবারের সদস্য ও আপন ভাতিজা জনাব মোঃ আ: হাকিম, কলেজ মার্কেটের ব্যবসায়ী গণ এবং কলেজ এলাকায় আমজনতা অধ্যক্ষ কর্তৃক কলেজর অর্থ আত্মসাৎ এর বিরুদ্ধে দুদক চেয়ারম্যান বরাবর অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত পরবর্তী কাজ চলমান রয়েছে। কলেজের যথেষ্ট পরিমাণ অর্থ সম্পদ রয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য যে উক্ত কলেজের বর্তমান গভর্নিং বডির সভাপতি যতীন্দ্র মোহন প্রামাণিক তিনি মাঝখানে বলেন যে অধ্যক্ষের লজ্জা নাই, অধ্যক্ষের শাস্তি হবেই। শিক্ষক প্রতিনিধি বিধান কুমার বলেন যে অধ্যক্ষ কথা দিয়ে কথা রাখে না, অধ্যক্ষের কথা ভালো লাগে না ইত্যাদি। অন্যান্য সদস্য বৃন্দগণও অধ্যক্ষের বিরুদ্ধে কথা বলেন যার রেকর্ড প্রমাণ রয়েছে। কিন্তু বর্তমানে গভর্নিং বডির সভাপতি, শিক্ষক প্রতিনিধি ও এবং অন্যান্য সদস্য বৃন্দগণ অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহণ না করে অধ্যক্ষের অনিয়মের পক্ষে ও অধ্যক্ষের সাথে কাজ করায় গভর্নিং বডি অধ্যক্ষের অনিয়মের সাথে জড়িত তা প্রমাণ করে। বর্তমানে কলেজ শিক্ষার সার্বিক অবনতি দেখা হচ্ছে বলে জানা যায়।
মহান এই বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের স্বার্থে ছাত্র/ ছাত্রী নিবাসের উন্নতিসহ শিক্ষার সার্বিক উন্নয়ন ফিরে আনতে ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কলেজ প্রতিষ্ঠাতা মহোদয় ও তিনার পরিবারের সদস্য ও ভাতিজা, উপাধ্যক্ষ, শিক্ষক, ছাত্র/ ছাত্রী, ছাত্র অভিভাবক ও কলেজ এলাকার বয়ষ্ক মানুষ সহ সকল শ্রেণী ও পেশার মানুষরা অধ্যক্ষ ড. মো: আমজাদ হোসেনের স্হায়ী বরখাস্ত সহ যথাযথ আইনী ব্যবস্হা গ্রহনের দাবি করছেন শিক্ষা মন্ত্রী মহোদয়,জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাউশি অধিদপ্তর বরাবর। অন্যদিকে বর্তমান গভর্নিং বডির পরিবর্তন করে নতুন গভর্নিং বডি গঠনের দাবি উঠেছে সকল মহলে।