স্বাধীন আলম হোসেন
নাটোর প্রতিনিধি
“স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি”- এ প্রতিপাদ্যে, নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসন ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) উপজেলা শাখার উদ্যোগে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪’ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা করা হয়। শুক্রবার সকালে উপজেলা চত্বরে থেকে একটি র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে,বড়াল সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমিন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, ক্যাবে’র উপজেলা শাখা সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ,সহকারী কমিশনার ভূমি সুরাইয়া মমতাজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি(সাবেক)অধ্যাপক আবুল হোসেন,উপজেলা প্রেসক্লাব’র সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান রফিকুল ইসলাম রোজ ও সেক্রেটারী খাদেমুল ইসলাম,বাগাতিপাড়া মডেল থানা প্রতিনিধি (এস.আই.) আমিনুল ইসলাম,মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সেক্রেটারী আলমগীর হোসেন, ক্যাব’র উপজেলা শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম তপু,বেসরকারি ক্লিনিক এন্ড ডাইগোনাস্টিক ওনার এসোসিয়েশন’র বাগাতপিাড়া শাখার সেক্রেটারী ওমর ফারুক প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খাদ্যদ্রব্য উৎপাদনকারী কারখানার মালিক,হাট-বাজার কমিটির সভাপতি-সেক্রেটারী, সুধীজন ও ক্যাবের সদস্যরা অংশগ্রহণ করেন। শেষে ক্যাব’র পক্ষ থেকে ভোক্তা অধিকার সম্পর্কিত বিভিন্ন প্রচার পত্র সর্বসাধারণের মধ্যে বিতরণ করা হয়।