রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বুধবার (১৩ মার্চ) রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। পরে কয়েকটি পরীক্ষা শেষে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেয় মেডিকেল বোর্ড।
রাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তার চিকিৎসক ডা. জাহিদ হোসেন। বলেন, আরও কয়েকটি পরীক্ষা বাকি রয়েছে খালেদা জিয়ার। পরীক্ষা শেষে মেডিকেল বোর্ডের সদস্যরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
তিনি আরও জানান, খালেদা জিয়ার সুচিকিৎসা পাওয়া সাংবিধানিক অধিকার। তার হার্টে এখনও বেশকিছু সমস্যা রয়েছে। যতদ্রুত সম্ভব উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রয়োজন। সুস্থতার জন্য দোয়া চেয়ে দেশবাসীকে খালেদা জিয়া রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান ডা. জাহিদ।