আড়ানীতে আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

জন্মভূমি নিউজ ডেক্স
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারের দক্ষিণ মাথায় আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) মাগরিব নামাজের পূর্বে ইফতার ও আলোচনা সভার মাধ্যমে এই মসজিদের উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি আজিবর রহমান। সাধারণ সম্পাদক জুয়েল আলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাউসা হেদাতীপাড়া দারুল হুদা ইসলামী কমপ্লেক্্েরর অধ্যক্ষ মাওলানা মো. মোকাররম বিন মুহসিন, শায়েখ আযাহারুল ইসলাম মাদানী, মসজিদের ইমাম অধ্যাপক শফিকুল ইসলাম, মসজিদ নির্মানের অন্যতম সহযোগী নওশাদ আলী, নাজমুল হোসেন, বাঘা উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন প্রমুখ।

৩৩ শতক জমির উপর তিনতলা ফাউন্ডেশনের একতলা নির্মিত মসজিদে এক সাথে সাড়ে ৭ শতাধিক মানুষ নামাজ আদায় করতে পারবে। ৬ শতাধিক ব্যক্তিদের ইফতার করানোর মাধ্যমে মসজিদের উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *