মোঃ ইলিয়াস মোল্লা
স্টাফ রিপোর্টার
গাজীপুরের টঙ্গীর মিলগেট নামক এলাকায় স্টিল মিল কারখানার নিজস্ব বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।আজ ১২/০৩/২০২৪ ইং রোজ মঙ্গলবার সকাল আনুমানিক সোয়া ৬ টার দিকে টঙ্গীর মিলগেট নামক এলাকায় এস এস স্টিল মিলের নিজস্ব দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিস কি খবর দিলে খবর পেয়ে তারা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যায় । এবং ফায়ার সার্ভিস কর্মকর্তা আবু মো. সাজেদুল কবির জোয়ার্দার বলেন ওনাদের নিজস্ব ট্রান্সফর্মার বিস্ফোরণে এই ঘটনাটি ঘটেছে বলে জানান।
তিনি আরো জানান, আজ ভোর রাতে ৬ টা ৩৫ মিনিট দিকে মিলগেইট এলাকায় এস এস স্টিল মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগে। খবর পেয়ে আমরা চলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাই
। এবং পরে আরো দুইটি ফায়ার সার্ভিসের লোকজন এসেছে এই নিয়ে তিনটি ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সকাল ৭ টা ৪০ মিনিটের সময় তিনটি ইউনিটের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। এই আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত কমিটি গঠন সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।