নতুন কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে জাবিতে ছাত্রদলের আনন্দ মিছিল

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জাবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদল। শনিবার (৯ মার্চ) বিকাল চারটায় মিছিলটি বিশ^বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে মীর মশাররফ হোসেন হল সংলগ্ন ফটক হয়ে সিএন্ডবি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মীর মশাররফ হোসেন হল সংলগ্ন সিএন্ডবি এলাকায় লিফলেট বিতরণ করেন নেতাকমীর্রা।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের ছাত্রদলের যুগ্ন আহবায়ক হুমায়ুন হাবিব হিরন বলেন, রাকিব— নাসির পরিষদ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বাধিক গুরুত্ব দিয়েছেন এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সহ অবস্থান নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন। আমরা এ দাবির সাথে একাত্মতা পোষণ করি। নতুন কমিটির ঘোষিত প্রতিটি কর্মসূচি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ, শ্রম দিয়ে প্রতিটি কর্মসূচী সফল করবে ইনশাআল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন জাবি ছাত্রদলের সাবেক সহ সভাপতি নবীনুর রহমান নবীন, সাবেক যুগ্ম সম্পাদক ওয়াসিম আহমেদ অনিক, শেখ মুজিবুর রহমান হলের সাবেক যুগ্ম আহবায়ক হুমায়ুন হাবিব হিরন, শহীদ রফিক জব্বার হলের সাবেক যুগ্ম আহবায়ক শাহেদ তালুকদার, আল বেরুনী হলের সাবেক যুগ্ম আহবায়ক জরজীস মোহাম্মদ ইব্রাহীম, সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, কামাল উদ্দিন হলের ছাত্রনেতা রায়হান হোসাইন মিল্টন, মওলানা ভাসানী হলের ছাত্রনেতা কে এম রিয়াদ সহ বিভিন্ন হলের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *